ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নরসিংদীর গ্রামে হামলা ॥ শতাধিক বাড়িঘর ভাংচুর, অগ্নিসংযোগ

প্রকাশিত: ০৫:১৬, ১৩ নভেম্বর ২০১৭

নরসিংদীর গ্রামে হামলা ॥ শতাধিক বাড়িঘর ভাংচুর, অগ্নিসংযোগ

স্টাফ রিপোর্টার, নরসিংদী ॥ রবিবার বিকেলে নতুন করে রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নের বীরগাঁও গ্রামে হামলা হয়েছে। সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল হক সরকারের সমর্থকরা পূর্ব সমঝোতা ভঙ্গ করে বীরগাঁও গ্রামের চেয়ারম্যান তাজুল ইসলামের সমর্থক গোপীবাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে। এখানে তারা দীর্ঘ ২-৩ ঘণ্টা তা-ব চালিয়ে শতাধিক বাড়িঘরে অগ্নিসংযোগ করে ভস্মীভূত করে দিয়েছে। হামলাকারীরা বাড়িঘর পুড়িয়ে নির্বিঘ্নে চলে গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত দুটি ইউনিয়নে ব্যাপক উত্তেজনা বিরাজ করছিল। ওই উত্তেজনা ছড়িয়ে পড়েছে চরাঞ্চলের মির্জারচর, চরমধুয়াসহ চারটি ইউনিয়নে। যে কোন সময় বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছে এলাকার শান্তিপ্রিয় জনগণ। রায়পুরার দুর্গম চরাঞ্চলের বাঁশগাড়ী ও নিলক্ষা ইউনিয়নে আওয়ামী লীগের দুই গ্রুপের সমঝোতা ভেঙ্গে যাওয়ার জের হিসেবে বাঁশগাড়ী ইউনিয়নে আওয়ামী লীগ নেতা সাহেদ সরকারের সমর্থকরা এবং নিলক্ষা ইউনিয়নের আব্দুল হক সরকারের সমর্থকরা প্রতিপক্ষের বাড়িঘরে হামলা চালিয়ে কমবেশি শতাধিক বাড়িঘর ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করেছে। রায়পুরা থানার ওসি মোঃ দেলোয়ার হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
×