ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রংপুরে গ্রেফতার এক শ’ জনের মধ্যে অধিকাংশই জামায়াত-শিবির কর্মী ॥ এসপি

প্রকাশিত: ০৫:১৫, ১৩ নভেম্বর ২০১৭

রংপুরে গ্রেফতার এক শ’ জনের মধ্যে অধিকাংশই জামায়াত-শিবির কর্মী ॥ এসপি

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ১২ নবেম্বর ॥ রংপুর সদর উপজেলার খলেয়া ইউনিয়নের শলেয়াশাহ ঠাকুরবাড়ি গ্রামে সংঘটিত শুক্রবারের সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ এ পর্যন্ত ১শ’ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের অধিকাংশই জামায়াত-শিবিরের নেতাকর্মী বলে দাবি করেছেন রংপুরের পুলিশ সুপার মিজানুর রহমান। তিনি বলেন, এ হামলা, লুটপাট, অগ্নিসংযোগে যারা অংশগ্রহণ করেছে পুলিশের ধারণকৃত ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হচ্ছে। এ ঘটনার পেছনে যারা পরিকল্পনাকারী ও ইন্ধনদাতা, যারা লাউড স্পীকারে বক্তব্য দিয়ে মানুষকে উত্তেজিত করেছে, মসজিদের মাইক ব্যবহার করে ধর্ম রক্ষার নামে মানুষকে সংঘর্ষের পথে ঠেলে দিয়েছে, তাদের প্রত্যেকের নাম-ঠিকানা পুলিশ সংগ্রহ করেছে। তাদের প্রত্যেককে গ্রেফতার করা হবে। কাউকে ছাড় দেয়া হবে না বলে জানান তিনি। ফেসবুকের বিষয়ে এসপি বলেন, ওই ফেসবুক আইডি নিয়ে ব্যাপক পরীক্ষা-নিরীক্ষা চলছে। ওই ফেসবুক আইডিধারী টিটু রায়কে খুঁজে বের করার জন্য সিআইডি, ডিএসবি, ডিবি এবং সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের লোকজন নারায়ণগঞ্জে কাজ করছে।
×