ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টানা দ্বিতীয় জয় পেল কুমিল্লা ও খুলনা

প্রকাশিত: ০৫:১৫, ১৩ নভেম্বর ২০১৭

টানা দ্বিতীয় জয় পেল  কুমিল্লা ও খুলনা

মিথুন আশরাফ ॥ দুই ম্যাচ হারের পর শনিবারই জয়ের আনন্দে ভাসে রাজশাহী কিংস। একদিন না যেতেই আবার হারের বিষাদে পরিণত হয় সেই আনন্দ। রবিবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে ৯ উইকেটে হারে রাজশাহী। রাজশাহীকে হারিয়ে বিপিএলের পঞ্চম আসরে টানা দ্বিতীয় জয়ও তুলে নেয় কুমিল্লা। দিনের প্রথম ম্যাচে চিটাগং ভাইকিংসকে ১৮ রানে হারিয়ে খুলনা টাইটান্সও টানা দ্বিতীয় জয় পায়। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে রবিবার দ্বিতীয় ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় কুমিল্লা। তাতেই বাজিমাত করে। আফগানিস্তানের দুই স্পিনার মোহাম্মদ নবী (৩/১৫) ও রশিদ খানের চার ওভারে সাত রান দিয়ে এক উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার লাভ করেন। ৭ উইকেট হারিয়ে ২০ ওভারে ১১৫ রানের বেশি করতে পারেনি। রান নিতে গিয়ে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে মাঠ ছাড়া লেন্ডল সিমন্স (৪০) সর্বোচ্চ রানটি করেন। রাজশাহী যে রান করে, তাতেই জয়ের আশা জেগে যায় কুমিল্লার। জবাব দিতে নেমে জস বাটলারের অপরাজিত ৫০ ও ইমরুল কায়েসের অপরাজিত ৪৪ রানে ১ উইকেট হারিয়ে ১৫.১ ওভারে ১২০ রান করে জিতে যায় কুমিল্লা। রবিবার দিনের প্রথম ম্যাচে চিটাগং ভাইকিংসকে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে খুলনা টাইটান্সও। চিটাগংকে ১৮ রানে হারিয়েছে। আরিফুল হকের দুর্দান্ত ব্যাটিংয়ের পর আবু জায়েদ রাহির গতির ঝড়েই উড়ে গেছে চিটাগং। আগে ব্যাট করে খুলনা শুরুতে বিপাকে পড়েছিল। কিন্তু আরিফুল হকের ঝড়ো ইনিংসে শেষপর্যন্ত ৭ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৭০ রান করে। আরিফুল ২৫ বলে ১ চার ও ৪ ছক্কায় ৪০ রান করেন। এরপর রাহি গতির ঝড় তুলেন। তাতে চিটাগং ৭ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৫২ রানের বেশি করতে পারেনি। রাহি একাই ৪ উইকেট তুলে নেন। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দর্শকের ঢল ছিল। প্রথমবারের মতো বিপিএলের খেলা সিলেটে হয়েছে। তাই দর্শকরা উপচে পড়েছে। হিমশিম খেতে হয়েছে। কিন্তু ঢাকায় যখন বিপিএলের পঞ্চম আসরের দ্বিতীয় পর্ব শুরু হয়েছে, একেবারে ভিন্ন চিত্রই মিলছে। সিলেটে যেখানে স্টেডিয়ামে তিল ধারণের ঠাঁই ছিল না। সেখানে ঢাকায় স্টেডিয়াম ফাঁকা। দিনের প্রথম ম্যাচে তো যেন দর্শক গোনা যায়, এমন অবস্থা হয়েছে। দ্বিতীয় ম্যাচে দর্শক হলেও আশানুরূপ নয়। গত আসরেও এমনই অবস্থা হয়েছিল। শেষদিকে গিয়ে আর শুক্রবারে দর্শক দেখা গিয়েছিল। এবারও যেন সেই একই চিত্র দেখা যাচ্ছে। এই অবস্থার মধ্যেই দলগুলোও নিজেদের খেলা খেলছেন। খুলনা তাতে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে। এরপর দিনের দ্বিতীয় ম্যাচে কুমিল্লাও টানা দ্বিতীয় জয়ের স্বাদ পেয়েছে। দুই দলই পয়েন্ট তালিকায় নিজেদের উপরে তুলে নিয়েছে। দুই হারা দল চিটাগং ও রাজশাহী পয়েন্ট তালিকার নিচের দিকে আছে। স্কোর ॥ রাজশাহী-কুমিল্লা রাজশাহী কিংস ইনিংস ১১৫/৭; ২০ ওভার (সিমন্স ৪০, ফরহাদ ২৫*, মুশফিক ১৬, সামি ১০*; নবী ৩/১৫, রশিদ ৪ ওভারে (১/৭)। কুমিল্লা ভিক্টোরিয়ান্স ইনিংস ১২০/১; ১৫.১ ওভার (বাটলার ৫০*, ইমরুল ৪৪*, লিটন ২৩; ফরহাদ ১/৩১)। ফল ॥ কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৯ উইকেটে জয়ী। ম্যাচসেরা ॥ রশিদ খান (কুমিল্লা ভিক্টোরিয়ান্স)।
×