ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা সঙ্কট সমাধানে আন্তরিক নয় মিয়ানমার

প্রকাশিত: ০৫:১২, ১৩ নভেম্বর ২০১৭

রোহিঙ্গা সঙ্কট সমাধানে আন্তরিক নয় মিয়ানমার

তৌহিদুর রহমান ॥ রোহিঙ্গা সঙ্কট নিয়ে দীর্ঘমেয়াদী সমাধানের পথেই হাঁটছে বাংলাদেশ। খুব দ্রুত এ সঙ্কট সমাধান সম্ভব নয় বলেই মনে করছে সরকার। রোহিঙ্গা সঙ্কট সমাধানে মিয়ানমারের নতুন নতুন শর্তের জন্যই এ সমস্যা আরও দীর্ঘ হতে পারে। এছাড়া সঙ্কট সমাধানে মিয়ানমারের আন্তরিকতারও অভাব রয়েছে। সেজন্য দুই দেশের মধ্যে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনেও গড়িমসি করছে দেশটি। সূত্র জানায়, রোহিঙ্গা সঙ্কট সমাধানে বাংলাদেশ আন্তরিক হলেও মিয়ানমার উল্টো অভিযোগ করেছে, সঙ্কট সমাধানে বাংলাদেশ আন্তরিক নয়। রোহিঙ্গাদের জন্য ত্রাণ সহায়তা পাওয়ার জন্যই নাকি বাংলাদেশ এ সমস্যা জিইয়ে রাখতে চায় বলে দেশটি এক ধরনের মিথ্যা অভিযোগ হাজির করেছে। যদিও আন্তর্জাতিক সম্প্রদায় মিয়ানমারের এ বক্তব্যের তীব্র বিরোধিতা করেছে। এই বক্তব্যের মধ্য দিয়ে মিয়ানমারের কূটকৌশল বেরিয়ে এসেছে। এদিকে অক্টোবরের শুরুতে মিয়ানমারের মন্ত্রী কিয়া তিন্ত সোয়ে ঢাকায় আসার পর রোহিঙ্গা ফেরাতে যে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে, তা গঠনে এখন গড়িমসি করছে মিয়ানমার। ওয়ার্কিং গ্রুপ গঠনে বাংলাদেশের পক্ষ থেকে মিয়ানমারকে একটি সুনির্দিষ্ট চুক্তির খসড়াও দেয়া হয়েছে। পরবর্তীতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মিয়ানমারে গিয়ে আগামী ৩০ নবেম্বরের মধ্যে ওয়ার্কিং গ্রুপ গঠনের প্রস্তাব দিয়েছেন। তবে মিয়ানমারের মন্ত্রী ঢাকায় এসে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের প্রস্তাব দিলেও রোহিঙ্গা আসা এখনও অব্যাহত রয়েছে। একদিকে রোহিঙ্গাদের ফেরাতে উভয়পক্ষের আলোচনা চলছে, অন্যদিকে রোহিঙ্গা আসা অব্যাহত রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আগামী ২০-২১ নবেম্বর নেপিডোয় আসেম পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে যোগ দেবেন। সম্মেলন শেষে আগামী ২২-২৩ নবেম্বর মিয়ানমারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের প্রস্তাব দিয়েছেন। এই বৈঠকের মাধ্যমে ওয়ার্কিং গ্রুপ গঠন হতে পারে। আর ওয়ার্কিং গ্রুপ গঠন হলে কবে নাগাদ রোহিঙ্গা ফেরত শুরু হবে তা কেউই বলতে পারছেন না। রোহিঙ্গাদের রাখাইনে ফেরাতে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রেখেছে। মিয়ানমার রোহিঙ্গাদের ফিরিয়ে নেবে বলেও জানিয়েছে। তবে খুব দ্রুত এ সঙ্কট সমাধান হচ্ছে না। সে কারণে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা থেকে রোহিঙ্গাদের ত্রাণ সহায়তা কর্মসূচীতে জোর দিয়েছে। রোহিঙ্গা সঙ্কটের সমাধান দ্রুত সম্ভব নয় বলে জানিয়েছিলেন বাংলাদেশ থেকে বিদায়ের আগে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি ড. রবার্ট ওয়াটকিন্স। তিনি বলেছিলেন, রোহিঙ্গা সঙ্কট রাতারাতি সমাধান হবে না। মিয়ানমার সেনাবাহিনী বা শুধু রাখাইন নয়, গোটা মিয়ানমারের মানসিকতা পরিবর্তনের প্রয়োজন রয়েছে এ সঙ্কট থেকে উদ্ধার পেতে। এছাড়া এ সঙ্কট দীর্ঘমেয়াদী পথেই সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেছিলেন।
×