ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৪৭৬ ক্যারেট হীরার সন্ধান...

প্রকাশিত: ০৪:৩৮, ১৩ নভেম্বর ২০১৭

৪৭৬ ক্যারেট হীরার সন্ধান...

সিয়েরা লিওনের খনি শ্রমিকরা ৪৭৬ ক্যারেটের হীরা খুঁজে পেয়েছেন। এটি এখনও পর্যন্ত ২৯তম বড় হীরা। কোনো প্রদেশের মিয়া খনিতে হীরাটি পাওয়া যায়। সরকার পরিচালিত এ খনির হীরাগুলো পরবর্তীতে আন্তর্জাতিক নিলামে দর নির্ধারণ করে বিক্রি করা হয়। সর্বশেষ দেশটিতে পাওয়া ৭০৯ ক্যারেটের উন্নতমানের হীরা গত মাসে নিলামে ওঠে। -এএফপি ঘুমকাতুরে মেয়র! আফ্রিকার দেশ জাম্বিয়ার রাজধানী লুসাকার মেয়র উইলসন কালুম্বা এক পাবলিক অনুষ্ঠানে ঘুমিয়ে পড়ে বড় বেকায়দায় পড়েছেন। তিনি ইতোমধ্যে দেশটিতে মৃত ব্যক্তিদের সমাহিত করার পরিবর্তে দাহের প্রস্তাব দিয়ে বিতর্কিত হয়েছেন। বর্জ্য ব্যবস্থাপনা এবং খোলা দোকান নিয়ে বিপাকে আছেন তিনি। এবার ঘুমিয়ে সবার হাসির খোরাকে পরিণত হয়েছেন। সাবেক ফার্স্টলেডি মাওরিম মাওয়াঙসার পরিবর্তে এমন একজন মেয়র মনোনীত করায় ক্ষমতাসীন প্যাট্রিয়টিক ফ্রন্টকে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা করা হচ্ছে। -লুসাকা টাইমস
×