ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বৃদ্ধ বলে অপমান করলেও...

প্রকাশিত: ০৪:৩৭, ১৩ নভেম্বর ২০১৭

বৃদ্ধ বলে অপমান করলেও...

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রা¤প বলেছেন, তাকে বৃদ্ধ বলে অপমান করলেও তিনি কখনোই উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে খাটো ও মোটা বলবেন না। নিউইয়র্ক পোস্ট। ভিয়েতনামে এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (এপেক) সম্মেলনে অংশ নেয়ার পর রবিবার এক টুইট বার্তায় ট্রা¤প একথা বলেন। কেন আমাকে বৃদ্ধ বলে অপমান করেছেন কিম জং উন, যেখানে আমি তাকে কখনোই খাটো ও মোটা বলিনি? আমি তার বন্ধু হতে অনেক চেষ্টা করছি, হয়ত কোন একদিন বন্ধুত্ব হবেও এক টুইটে বলেন মার্কিন প্রেসিডেন্ট। পরে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে কথা বলার সময় ট্রা¤প বলেন, তিনি ও কিম যদি বন্ধু হয়ে ওঠেন তাহলে তা হবে খুব, খুব মধুর। খুব অদ্ভুত ঘটনা হলেও এমনটি হতেও তো পারে, বলে মন্তব্য করেন তিনি। গত সপ্তাহে ট্রা¤েপর বেজিং সফরের সময় শি কোরীয় উপদ্বীপকে পারমাণবিক অস্ত্রমুক্তকরণে কাজ করবেন বলে জানান। কিন্তু ১৯৫০ -৫৩ পর্যন্ত চলা কোরীয় যুদ্ধে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনীর বিরুদ্ধে পিয়ংইয়ংয়ের সঙ্গে এক হয়ে লড়া বেজিং উত্তর কোরিয়ার বিষয়ে দৃষ্টিভঙ্গি পাল্টাবে এমন কোন ইঙ্গিত দেননি তিনি। সাম্প্রতিক বছরগুলোতে উত্তর কোরিয়ার ধারাবাহিক পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচী যুক্তরাষ্ট্রের মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছে। কিম জং উনের সঙ্গে ট্রা¤েপর পাল্টাপাল্টি বক্তব্য দুই দেশের উত্তেজনা আরও বাড়িয়েছে। পিয়ংইয়ং যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম পারমাণবিক অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্র নির্মাণের লক্ষ্যে কাজ চালিয়ে যাওয়ার কথা ঘোষণা করেছে। ট্রা¤প যে কোন মূল্যে তা প্রতিহতের প্রতিশ্রুতি দিয়েছেন।
×