ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিরিয়া সঙ্কটের সামরিক সমাধান নেই ॥ ট্রাম্প-পুতিন মতৈক্য

প্রকাশিত: ০৪:৩৭, ১৩ নভেম্বর ২০১৭

সিরিয়া সঙ্কটের সামরিক সমাধান নেই ॥ ট্রাম্প-পুতিন মতৈক্য

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার দুই নেতা ভিয়েতনামে এক আঞ্চলিক শীর্ষ বৈঠকের ফাঁকে সংক্ষিপ্ত আলোচনায় মিলিত হওয়ার পর যৌথ বিবৃতিতে বলেছেন, সিরীয় যুদ্ধের কোন সামরিক সমাধান নেই। খবর এএফপির। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার রুশ প্রতিপক্ষ ভ্লাদিমির পুতিন ভিয়েতনামের দানার শহরে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) শীর্ষ বৈঠকের মুখোমুখি আলোচনায় বসবেন কিনা এ বিষয়ে মস্কো ও হোয়াইট হাউস মিশ্রিত বার্তা দিয়ে এসেছে কয়েকদিন ধরে। দুই পক্ষের কর্মকর্তাদের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, দু’দেশের প্রেসিডেন্ট ৬ বছর ধরে চলে আসা সিরীয় গৃহযুদ্ধ সমাধান বিষয়ে অগ্রগতি অর্জন করেছেন। যুক্তরাষ্ট্র ও রাশিয়া এ রক্তক্ষয়ী সংঘাতে প্রতিদ্বন্দ্বী গ্রুপগুলোর প্রতি সমর্থন যুগিয়ে এসেছে। তাই শান্তি প্রতিষ্ঠায় পরবর্তী পদক্ষেপ গ্রহণ দুর্লভ হয়ে পড়ছিল। বিবৃতিতে বলা হয়, দুই প্রেসিডেন্টই সম্মত হয়েছেন যে, সিরিয়ায় সংঘাতের কোন সামরিক সমাধান নেই। তারা বলেছেন, দু’পক্ষ ইসলামিক স্টেট (আইএস) গ্রুপকে পরাজিত করার জন্য তাদের দৃঢ়তা ব্যক্ত করেছে। বিবৃতিতে বলা হয় যে, দুপক্ষ সিরিয়ায় সম্ভাব্য সংঘর্ষ এড়িয়ে চলার জন্য সামরিক চ্যানেলগুলো খোলা রাখতে সম্মত হয়েছে এবং জেনেভায় জাতিসংঘ নেতৃত্বাধীন শান্তি আলোচনায় অংশগ্রহণের জন্য লড়াইরত পক্ষগুলোর প্রতি আহ্বান জানিয়েছে। রাশিয়া এ লড়াইয়ে বিদ্রোহীদের বিরুদ্ধে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমর্থনে এগিয়ে আসে এবং ২০১৫ থেকে দেশটিতে ব্যাপক বোমা হামলা শুরু করে। বিদ্রোহী গ্রুপগুলোর মধ্যে কয়েকটি গ্রুপের প্রতি সমর্থ নিয়ে এসেছে যুক্তরাষ্ট্র। লড়াই এখন আসাদের অনুকূলে রয়েছে। রুশ সামরিক বাহিনী সম্প্রতি অভিযোগ করে এসেছে যে, যুক্তরাষ্ট্র ইরাকে আইএসের বিরুদ্ধে লড়াইয়ে ভান করে আসছে মাত্র এবং সিরিয়ার পূর্বাঞ্চলে রুশ সমর্থিত হামলাকে ব্যাহত করে আসছে। কিন্তু শনিবারের যৌথ বিবৃতিতে সিরিয়ায় তাদের সংশ্লিষ্ট বাহিনীর মধ্যে অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে উদ্যোগের প্রতি সন্তোষ প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, দুই প্রেসিডেন্ট সিরিয়ার সার্বভৌমত্ব, ঐক্য, স্বাধীনতা, আঞ্চলিক সংহতি ও অগোষ্ঠীগত বৈশিষ্ট্য বজায় রাখার জন্য তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। মার্কিন পররাষ্ট্র দফতর বলেছে, বিবৃতিটি কয়েক মাসব্যাপী সুষ্ঠু আলোচনার ফল এবং কূটনীতিবিদদের মধ্যে এপেক শীর্ষ বৈঠকে ফাঁকে চূড়ান্ত করা হয়। কর্মকর্তাদের একজন বলেছেন, বিবৃতিটি জাতিসংঘের উদ্যোগে শান্তি প্রক্রিয়ার প্রতি রাশিয়ার দৃঢ় প্রতিশ্রুতির প্রকাশ। তিনি বলেন, আমাদের পক্ষ থেকে এটা স্পষ্ট যে, নির্দিষ্ট সময়ের মধ্যে কোন অর্থবহ রাজনৈতিক প্রক্রিয়া ছাড়া সিরিয়ায় কোন পুনর্গঠন সাহায্যের উদ্যোগ নেয়া যাবে না। সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত বৃহস্পতিবার বলেছেন, জেনেভায় নতুন দফা আলোচনা অনুষ্ঠিত হবে ২৮ নবেম্বর। এর আগে, সিরীয় প্রশাসন ও বিরোধী দলের মধ্যে ৭ দফা আলোচনা অনুষ্ঠিত হয়েছে। কিন্তু প্রধান প্রতিবন্ধক প্রেসিডেন্ট আসাদের ভবিষ্যত নির্ধারণ সমস্যার কারণে বৈঠকগুলো ব্যর্থ হয়। পুতিন ও ট্রাম্প এর আগে গত বছর জি টুয়েন্টি শীর্ষ বৈঠকে সামনা-সামনি বৈঠকে মিলিত হয়েছিলেন এবং তারা দানাংয়ে আবারও মিলিত হবেন কিনা এ বিষয়ে জোর গুঞ্জন ছিল। এপেক শীর্ষ বৈঠকের ফাঁকে দুই নেতার বৈঠকের পর মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের বিষয়ে অস্বীকৃতি প্রকাশ করে ট্রাম্প বলেন, তিনি বিশ্বাস করেন, পুতিন আন্তরিক।
×