ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আফগানিস্তানে যৌথ অভিযানে অংশ নেবে মার্কিন সেনা

প্রকাশিত: ০৪:৩৬, ১৩ নভেম্বর ২০১৭

আফগানিস্তানে যৌথ অভিযানে অংশ নেবে মার্কিন সেনা

আফগানিস্তানে সরকারী বাহিনীর সঙ্গে যৌথ অভিযানে অংশগ্রহণের জন্য ট্রাম্প প্রশাসন মার্কিন সৈন্যদের অনুমতি দিয়েছে এবং প্রয়োজনে বিমান হামলা চালানোর নির্দেশ দিয়েছে। মার্কিন কর্মকর্তারা এ কথা বলেছেন। খবর ডন অনলাইনের। পেন্টাগনের কয়েকজন বর্তমান ও সাবেক কর্মকর্তা ফরেন পলিসি সাময়িকীতে বলেছেন যে, ট্রাম্প প্রশাসন এ মিশনগুলোতে যোগ দেয়ার জন্য আফগানিস্তানে কয়েক হাজার অতিরিক্ত সৈন্যও পাঠাচ্ছে। সাময়িকীটির রিপোর্টে বলা হয়, এ যৌথ অভিযানে আফগান সেনাদের সঙ্গে সহযোগী হিসেবে যোগ দেবে মার্কিন সৈন্যরা। আফগান অংশীদারদের জন্য বোমা ও কামানের গোলা বর্ষণে তাদের সরাসরি ক্ষমতা থাকবে। যুক্তরাষ্ট্রের এয়ার ফোর্সেস সেন্ট্রাল কমান্ডে গত মাসে প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে যে, আফগানিস্তানে মার্কিন বিমান হামলার সংখ্যা ৭ বছরে সেপ্টেম্বরে শীর্ষ পর্যায়ে পৌঁছেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তান বিষয়ক নতুন কৌশল গ্রহণের পর সামরিক বাহিনী দেশটিতে বিমান হামলা তীব্রতর করে। মার্কিন সৈন্যরা আফগানিস্তানে সেপ্টেম্বরে তালেবান ও ইসলামিক স্টেট (আইএস) গ্রুপের বিরুদ্ধে ৭শ’ ৫১টি বোমা হামলা চালিয়েছে এবং আগস্টে বোমা হামলা করেছে ৫শ’ ৩টি।
×