ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভিঞ্চির ছবি কিনে প্রতারিত হওয়ার অভিযোগ

প্রকাশিত: ০৪:৩৬, ১৩ নভেম্বর ২০১৭

ভিঞ্চির ছবি কিনে প্রতারিত হওয়ার অভিযোগ

উন্মুক্ত বাজারে লিওনার্দো দ্য ভিঞ্চির একটা চিত্রকর্মের কত দাম হতে পারে বলে আপনার মনে হয়? এক রুশ বিলিওনিয়ার বারো কোটি পঁচাত্তর লাখ ডলারে একটা চিত্রকর্ম কেনার পর অভিযোগ করছেন যে তার সঙ্গে প্রতারণা করা হয়েছে। এটি ভিঞ্চির আঁকা আসল ছবি কিনা, তা নিয়ে সন্দেহ জেগেছে। চিত্রকর্মটি এত দামে কেনা ঠিক হয়েছে কিনা, তা নিয়েও আছেন দ্বিধাদ্বন্দ্বে। রেনেসাঁর সময়কার বহুশাস্ত্রজ্ঞ ভিঞ্চি ১৫০০ সালের দিকে ‘সালভাটোর মুন্ডি’ নামের চিত্রকর্মটি আঁকেন। আসলে এটি ছিল যিশুখ্রিস্টের ছবি। সালভাটোর মুন্ডির আক্ষরিক অর্থ-বিশ্বের ত্রাতা। যিনি বিশ্বটাকে বিপদ-আপদ থেকে রক্ষা করেন। খবর এএফপির। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বুধবার সন্ধ্যায় ব্রিটিশ নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টি ও সোদবি একশ কোটি ডলার মূল্যের শিল্পকর্ম বিক্রির আয়োজন করে। রুশ বিলিওনিয়ার সেখান থেকেই ছবিটি কিনেছিলেন। এতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের ও সমসাময়িক মিলে একটু ভিন্নধর্মী চিত্রকর্ম নিলামে তোলা হয়েছিল। উন্নত বিশ্বের কোটি কোটি ডলারের শিল্পকর্ম সংগ্রাহকদের ওই নিলাম সাধারণত বিশ্বের সেরা বিলিওনিয়ারদের আকর্ষণ করে। তবে নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টি এ অভিযোগ নিয়ে কোন মন্তব্য করতে রাজি হয়নি। রুশ বিলিওনিয়ারের মতে, ছবিটি ভিঞ্চির হলেও কোনভাবেই তা দশ কোটি ডলারের বেশি হতে পারে না। ক্রিস্টির কর্মকর্তা ফ্রাসোয়া দা পোটারি বলেন, এটা একটা অসাধারণ চিত্রকর্ম। আপনি তাকালেই বুঝতে পারবেন। এজন্যই আমরা ছবিটির প্রতি অতিরিক্ত আলোকপাত করেছি। ছবিটির মূল্য বিচারে ভিঞ্চির হাতে আঁকা কুড়িটিরও কম ছবি এমন অসাধারণ হবে। কিন্তু এটার বর্তমান মালিক দ্রিমিত্রি রিবেলাভলিফ সুইজারল্যান্ডের শিল্পকর্ম ব্যবসায়ী ইয়েভস বোভিয়ারের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছেন। রিবেলাভলিফ এএস মোনাকো ফুটবল ক্লাবের স্বত্বাধিকারী। তার অভিযোগ, বোভিয়ার তাকে ৩৭টি শিল্পকর্মের ওই নিলামে অংশ নিয়ে বারো কোটি পঁচাত্তর লাখ ডলারে ওই ছবিটি কিনতে আমাকে প্রলুব্ধ করেছে। এর আগে লন্ডনের ন্যাশনাল গ্যালারিতে সালভাটোর মুন্ডি ছবিটি প্রদর্শিত হয়েছে। ২০১৩ সালে বোভিয়ার ছবিটি আটকোটি ডলারে কিনেছিলেন। এরপর সেটি নিলামে তুলে তিনি রাশিয়ার ধনকুবেরের কাছে বিক্রি করেন। চিত্রকর্মের বিরলতা নিয়ে বাড়িয়ে বলা সত্যিই বিপজ্জনক। অনেকের ধারণা, সালভাটোর মুন্ডি বহু বছর আগে ধ্বংস হয়ে গেছে। ১৯৫৮ সালে ছবিটি ষাট ডলারে বিক্রি হয়েছিল। এরপর দশকের পর দশক ধরে সেটি নিখোঁজ ছিল। ২০০৫ সালে যুক্তরাষ্ট্রের একটি আবাসিক এলাকা থেকে সেটির আবার খোঁজ পাওয়া যায়। অনেকের বিশ্বাস, সালভাটোর মুন্ডির নতুন ছবিটি আসল না। আসল ছবির অনুকরণে নতুন করে এটি আঁকা হয়েছে। যদিও এটি সত্যিকার ভিঞ্চির ছবি বলে সত্যায়িত করা আছে।
×