ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সুধীর বরণ মাঝি;###;শারীরিক শিক্ষা ও ক্রীড়া শিক্ষক, হাইমচর কলেজ, হাইমচর-চাঁদপুর।;###;মোবাইল : ০১৭৯৪৭৭৭৫৩৫

অষ্টম শ্রেণির পড়াশোনা বিষয় ॥ বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রকাশিত: ০৪:২৬, ১৩ নভেম্বর ২০১৭

অষ্টম শ্রেণির পড়াশোনা বিষয় ॥ বাংলাদেশ ও বিশ্বপরিচয়

দশম অধ্যায় প্রস্তুতি-১, বহুনির্বাচনী-৩০ (গতকালের পর) ১১। কারা স্বাভাবিকভাবেই কৌতূহল প্রবণ? (ক) মহিলারা (খ) শিশুরা (গ) কিশোররা (ঘ) যুবকরা। ১২। কিশোর অপরাধ হলো- (র) গাড়ি ভাংচুর (রর) বিনা টিকেটে ভ্রমণ (ররর) ঘুষ গ্রহণ। নিচের কোনটি সঠিক (ক) রও রর (খ) ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর ১৩। কিশোর অপরাধ কীভাবে প্রতিরোধ করা যায় ? (র) অভিভাবকদের সচেতনতার মাধ্যমে (রর) উপযুক্ত শাস্তি প্রদানের মাধ্যমে (ররর) আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের মাধ্যমে। নিচের কোনটি সঠিক (ক) র (খ) রর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর ১৪। মাদকাসক্তির কারণ কোনটি ? (ক) অপসংস্কৃতি (খ) বেকারত্ব (গ) পারিবারিক অশান্তি (ঘ) নিঃসঙ্গতা। ১৫। কোন দেশে অপরাধ দিন দিন বৃদ্ধি পাচ্ছে ? (ক) নেপাল (খ) ভুটান (গ) ইন্দোনিশিয়াতে (ঘ) বাংলাদেশ। ১৬। মাদকাসক্তির প্রতিরোধের জন্য করণীয় হলো- (র) ধর্মীয় ও নৈতিক শিক্ষা প্রদান (রর) সামাজিক আন্দোলন গড়ে তোলা (ররর) সচেতনতা সৃষ্টি করা। নিচের কোনটি সঠিক (ক) র (খ) র ও ররর (গ) র ও রর (ঘ) র, রর ও ররর। ১৭। যেসব সঙ্গীদের সাথে মেলামেশার ফলে মাদকাক্তির সূত্রপাত ঘটে- (ক) মন্দ ছেলে (খ) কিশোর অপরাধ (গ) নিরক্ষর (ঘ) মাদকাসক্ত । ১৮। শিশুমনে হীনমন্যতার জন্মদেয় কোনটি ? (ক) শারীরিক-মানসিক ত্রুটি (খ) নিরক্ষতা (গ) দারিদ্রতা (ঘ) মাদকাসক্ত। ১৯। জাপানে কিশোর অপরাধের বয়সসীমা কত ? (ক) ৭-১৬বছর (খ) ৭-১৮বছর (গ) ১৩-১৯বছর (ঘ) ১৪-২০বছর । ২০। বাংলাদেশের যুব সমাজ ভিন্ন দেশের সংস্কৃতির প্রভাবে মাদকাসক্ত হয়- (র) কৌতুহলী (রর) বিভ্রান্ত হয়ে (ররর) পথভ্রষ্ট হয়ে। নিচের কোনটি সঠিক (ক) র (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র,রর ও ররর। উত্তর ঃ ১১(ক), ১২(ক), ১৩(ঘ), ১৪(ক), ১৫(ঘ), ১৬(ঘ), ১৭(ঘ), ১৮(ক), ১৯(ঘ), ২০(খ)।
×