ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভ্যানগার্ড মিউচুয়াল ফান্ডের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত: ০৪:২২, ১৩ নভেম্বর ২০১৭

ভ্যানগার্ড মিউচুয়াল ফান্ডের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ভ্যানগার্ড এএমএল বিডি ফিন্যান্স মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি ইউনিট হোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, ফান্ডটির ট্রাস্টি ৩০ জুন, ২০১৭ সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য সময়ে ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ১ টাকা ৩ পয়সা। মার্কেট মূল্যে ফান্ডটির প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১২ টাকা ৪৬ পয়সা। আর ক্রয় মূল্যে এনএভি হয়েছে ১১ টাকা ৪৫ পয়সা। ফান্ডটির রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে আগামী ৩ ডিসেম্বর। -অর্থনৈতিক রিপোর্টার রহিম টেক্সটাইলের ইপিএস বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রহিম টেক্সটাইল মিলের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৯ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ২১ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০১৭ শেষে শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৪২ টাকা ৫৭ পয়সা। -অর্থনৈতিক রিপোর্টার
×