ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

একীভূতকরণে কেয়া কসমেটিকসের ব্যবসায় ইতিবাচক প্রভাব

প্রকাশিত: ০৪:২২, ১৩ নভেম্বর ২০১৭

একীভূতকরণে কেয়া কসমেটিকসের ব্যবসায় ইতিবাচক প্রভাব

অর্থনৈতিক রিপোর্টার ॥ একই শিল্প পরিবারের আরও তিন কোম্পানির সঙ্গে একীভূতকরণে কেয়া কসমেটিকসের ব্যবসায় ইতিবাচক প্রভাব পড়েছে। এর ফলে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বিগত পাঁচ অর্থবছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে উঠে এসেছে। তবে আগের বছরগুলোর ন্যায় এ বছরও কোম্পানিটির লভ্যাংশ প্রদান অনুপাত (ডিভিডেন্ড পে আউট রেশিও) হবে শূন্য। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। দেখা গেছে, ২০১২-১৩ অর্থবছরে কোম্পানিটির ইপিএস হয়েছিল ১.৫৫ টাকা। আর ২০১৩-১৪ অর্থবছরে ১.৫১ টাকা, ২০১৪-১৫ অর্থবছরে ০.২৯ টাকা ও ২০১৫-১৬ অর্থবছরে ১.৮৭ টাকা হয়। যা সর্বশেষ ২০১৬-১৭ অর্থবছরে হয়েছে ২.০১ টাকা। এর মাধ্যমে কোম্পানিটির ইপিএস বিগত পাঁচ অর্থবছরের মধ্যে শীর্ষে উঠে এসেছে। এ বিষয়ে কেয়া কসমেটিকসের সচিব নূর হোসেন বলেন, কেয়া কটন, কেয়া নিটিং ও কেয়া স্পিনিংয়ের সঙ্গে কেয়া কসমেটিকসের একীভূতকরণ হওয়ার ফলে ব্যবসায় ইতিবাচক প্রভাব পড়েছে। আগামী বছরগুলোতেও এ ধারাবাহিকতা থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। তিনি আরও বলেন, এরই মধ্যে গার্মেন্টস কোম্পানিগুলোর উৎপাদন বাড়ানোর লক্ষ্যে ১৫৫ কোটি টাকার মেশিনারিজ কেনা হয়েছে, যা আগামী ডিসেম্বর মাসের মধ্যে ইনস্টল করা হতে পারে। তাহলে একই ব্যয়ে গার্মেন্টস কোম্পানিগুলোর উৎপাদন অনেকাংশে বৃদ্ধি পাবে, যা কেয়া কসমেটিকসের মুনাফায় ইতিবাচক প্রভাব ফেলবে। এদিকে, আগের ১৬ বছরের ন্যায় এবারও শুধুমাত্র বোনাস শেয়ার দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কেয়া কসমেটিকসের পরিচালনা পর্ষদ। এ হিসাবে মুনাফার শতভাগ এ বছরও কোম্পানিটির কাছেই থাকবে। এক্ষেত্রে শুধুমাত্র শেয়ারহোল্ডারদের শেয়ারের সংখ্যা বাড়ানো হবে, যাতে লভ্যাংশ প্রদান অনুপাত হবে শূন্য। এদিকে, কেয়া কসমেটিকসের ২০১৬-১৭ অর্থবছরে শেয়ারপ্রতি ২.০১ টাকা হিসাবে মোট ১৬৭ কোটি ৮৫ লাখ টাকা মুনাফা হয়েছে। এর বিপরীতে কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০ শতাংশ বোনাস শেয়ার হারে প্রতিটি শেয়ারে ২ টাকা লভ্যাংশ ঘোষণা করেছে। এ হিসাবে মুনাফার ১৬৭ কোটি ২ লাখ টাকা বা ৯৯.৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে, যাতে বাকি ৮৩ লাখ টাকা বা ০.৫০ শতাংশ রিজার্ভে যোগ হবে। ৮৩৫ কোটি ৯ লাখ টাকার পরিশোধিত মূলধনের কেয়া কসমেটিকসের ২৮০ কোটি ৩০ লাখ টাকার রিজার্ভ রয়েছে, যা ২০১৬-১৭ অর্থবছরের ব্যবসায় মুনাফার কম লভ্যাংশ ঘোষণা করায় এর পরিমাণ আরও ৮৩ লাখ টাকা বাড়বে। এর আগে কোম্পানিটি ২০১২ সালে মুনাফার ৫১ শতাংশ দিয়ে রিজার্ভ বাড়িয়েছিল। এছাড়া ২০১৩ সালে ৮৪ শতাংশ, ২০১৪ সালে ৮০ শতাংশ, ২০১৫ সালে ৬৪ শতাংশ ও ২০১৬ সালে ২৬ শতাংশ দিয়ে রিজার্ভ বাড়ানো হয়। উল্লেখ্য, রবিবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ১৫ টাকায়।
×