ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তিন প্রতিষ্ঠানকে সতর্ক করেছে কমিশন

প্রকাশিত: ০৪:২১, ১৩ নভেম্বর ২০১৭

তিন প্রতিষ্ঠানকে সতর্ক করেছে কমিশন

অর্থনৈতিক রিপোর্টার ॥ সিকিউরিটিজ আইন অমান্য করায় ৩ প্রতিষ্ঠানকে গত অক্টোবর মাসে সতর্ক করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এছাড়া সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জে অর্ডিন্যান্স, ১৯৬৯ এর ২২ ধারা লঙ্ঘন করায় ১ কোম্পানির কর্মকর্তা এবং এক সিকিউরিটিজ হাউসকে জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা। জানা যায়, অলটেক্স ইন্ডাস্ট্রিজের ডিপুটি ম্যানেজার (হিসাব) মোঃ নজরুল ইসলাম সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জে অর্ডিন্যান্স, ১৯৬৯ এর ২২ ধারা লঙ্ঘন করেছে। এর ফলে বিএসইসি তাকে ১০ লাখ টাকা জরিমানা ধার্য করেছে, যা আগামী ১৫ দিনের মধ্যে তাকে পরিশোধ করতে বলেছেন। এদিকে আজম সিকিউরিটিজ লিমিটেড কর্মচারী ও তাদের আত্মীয়দের মার্জিন ঋণ সুবিধা দেয়া হয়েছে। নন মার্জিনেবল ‘জেড’ ক্যাটাগরির শেয়ার ক্রয়ে মার্জিন ঋণ প্রদান করেছে আজম সিকিউরিটিজ। এ কারণে হাউসটিকে ৫ লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা। পরে গত ৩০ অক্টোবর হাউসটি নিজের ভুল স্বীকার করে বিএসইসির কাছে জরিমানা থেকে অব্যাবহতি চায়। যা বিএসইসির কাছে গ্রহণযোগ্য হয়নি। তাই সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জে অর্ডিন্যান্স, ১৯৬৯ এর ২২ ধারা অনুযায়ী আজম সিকিউরিটিজকে ৫ লাখ টাকা করে জরিমানা করে। পাশাপাশি তাদের উক্ত জরিমানা ১৫ দিনের মধ্যে পরিশোধ করতে আদেশ দেয়া হয়। এদিকে গত মাসে ২ কোম্পানি ও এক সিকিউরিটজ হাউসকে সতর্ক করেছে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এগুলো হলো- ইউনাইটেড এয়ারওয়েজ, ইফাদ অটোস এবং এম সিকিউরিটিজ লিমিটেড।
×