ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ব্যবসা সম্প্রসারণের নামে ওয়েস্টার্ন মেরিনের রাইট শেয়ার ঘোষণা

প্রকাশিত: ০৪:২১, ১৩ নভেম্বর ২০১৭

ব্যবসা সম্প্রসারণের নামে ওয়েস্টার্ন মেরিনের রাইট শেয়ার ঘোষণা

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারের মাধ্যমে ওয়েস্টার্ন মেরিনের পরিশোধিত মূলধন বেড়ে প্রায় ৩ গুণ হলেও ব্যবসায় সম্প্রসারণ হয়নি। এমনকি কোম্পানিটির মুনাফা এখনও ২০১১-১২ অর্থবছরের থেকে কম হয়। তারপরেও কোম্পানিটি রাইট শেয়ার ছেড়ে ব্যবসায় সম্প্রসারণের নামে টাকা তুলছে যাচ্ছে। দেখা গেছে, কোম্পানিটি শেয়ারবাজারে আসার আগে ৬৪ কোটি ৫৫ লাখ টাকার পরিশোধিত মূলধনসহ মোট ২৫৯ কোটি ৯৫ লাখ টাকার নিট সম্পদ ছিল। যা বেড়ে এখন ১৪৮ কোটি ৪৭ টাকার মূলধনসহ নিট সম্পদ ৫১৮ কোটি ১০ লাখ টাকায় দাঁড়িয়েছে। এক্ষেত্রে কোম্পানিটির মূলধন ৮৩ কোটি ৯২ লাখ টাকা বা ১৩০ শতাংশ বেড়েছে। আর নিট সম্পদ বেড়েছে ২৫৮ কোটি ১৫ লাখ টাকার বা ৯৯ শতাংশ। এদিকে কোম্পানিটি ২০১১-১২ অর্থবছরে ৩৪ কোটি টাকা বা শেয়ার প্রতি ৫.২৭ টাকা মুনাফা করেছিল। কিন্তু শেয়ারবাজারে আসার পরে মূলধন ১৩০ শতাংশ ও নিট সম্পদ ৯৯ শতাংশ বাড়লেও ওই পরিমাণ মুনাফা এখনো করতে পারেনি। যদিও কোম্পানিটি ঋণ পরিশোধ ও ব্যবসায় সম্প্রসারণের কথা বলে আইপিওতে ১৫৭ কোটি ৫০ লাখ টাকা সংগ্রহ করেছে। ব্যবসার এই পরিস্থিতিতে কোম্পানিটির পর্ষদ শনিবার ১টি সাধারণ শেয়ারের বিপরীতে ১.২৫টি রাইট শেয়ার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। এক্ষেত্রে প্রতিটি শেয়ার ১০ টাকা প্রিমিয়ামসহ ২০ টাকা দরে ছাড়া হবে। যা নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে ছাড়া হবে। আর রাইটের মাধ্যমে উত্তোলিত টাকা আইপিওর ন্যায় ব্যবসায় সম্প্রসারণ ও ঋণ পরিশোধের কাজে ব্যবহার করা হবে বলে কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবু আহমেদ বলেন, রাইট শেয়ার ইস্যুর অনুমোদনের ক্ষেত্রে একটি কোম্পানির আইপিওতে উত্তোলিত টাকা দিয়ে ব্যবসায় কি সুবিধা হয়েছে, তা বিবেচনায় নেয়া উচিত। এক্ষেত্রে যে কথা বলে আইপিওতে টাকা উত্তোলন করা হয়েছিল, তার ফলাফল গুরুত্ব সহকারে নেয়া দরকার। ওয়েস্টার্ন মেরিনের ২০১৬-১৭ অর্থবছরে শেয়ার প্রতি ২.১৪ টাকা হিসাবে মোট ৩১ কোটি ৩৭ লাখ টাকা মুনাফা হয়েছে। এর বিপরীতে কোম্পানিটির পরিচালনা পর্ষদ ১৫ শতাংশ (৩ শতাংশ নগদ ও ১২ শতাংশ) বোনাস শেয়ার হারে প্রতিটি শেয়ারে ১.৫০ টাকা লভ্যাংশ ঘোষণা করেছে। এ হিসাবে মুনাফার ২২ কোটি ২৭ লাখ টাকা বা ৭০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। যাতে বাকি ৯ কোটি ৫০ লাখ টাকা বা ৩০ শতাংশ রিজার্ভে যোগ হবে। ১৪৮ কোটি ৪৭ লাখ টাকার পরিশোধিত মূলধনের ওয়েস্টার্ন মেরিনে ১৯১ কোটি ৬২ লাখ টাকার রিজার্ভ রয়েছে। যা ২০১৬-১৭ অর্থবছরের ব্যবসায় মুনাফার কম লভ্যাংশ ঘোষণা করায় এর পরিমাণ আরও ৯ কোটি ৫০ লাখ টাকা বাড়বে। আর বোনাস শেয়ারে ১৭ কোটি ৮২ লাখ টাকার পরিশোধিত মূলধন বাড়বে। এর আগে কোম্পানিটি ২০১৩-১৪ অর্থবছরে মুনাফার ৩৫ শতাংশ দিয়ে রিজার্ভ বাড়িয়েছিল। এছাড়া ২০১৪-১৫ অর্থবছরে ৩৯ শতাংশ ও ২০১৫-১৬ অর্থবছরে মুনাফার ৫২ শতাংশ দিয়ে রিজার্ভ বাড়ানো হয়। উল্লেখ্য, শনিবার কোম্পানিটির শেয়ার দর রয়েছে ৪১ টাকায়।
×