ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ব্যাংকে ভর করে পুঁজিবাজারে সূচক বাড়ল

প্রকাশিত: ০৪:২০, ১৩ নভেম্বর ২০১৭

ব্যাংকে ভর করে পুঁজিবাজারে সূচক বাড়ল

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার মূল্য সূচকের উর্ধগতিতে লেনদেন শেষ হয়েছে। মূলত ব্যাংক খাতের কোম্পানিগুলোর দরবৃদ্ধিতে সূচকের এই উত্থান। সেই সঙ্গে ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেনও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, রবিবার ডিএসইতে ৯৮৩ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ১১২ কোটি ৯৪ লাখ টাকা বেশি। আগের দিন এ বাজারে ৮৭০ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩৩৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৫টির, কমেছে ২০৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির শেয়ার দর। বাজার বিশ্লেষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, নতুন প্রস্তাবিত ব্যাংক আইন অনুসারে এক পরিবারের সর্বোচ্চ চারজন পরিচালক পরিচালনা পর্ষদে থাকতে পারবেন। সেই কারণে বেসরকারী ব্যাংকগুলোর পরিবারভিত্তিক শেয়ার কেনার প্রবণতা বাড়ছে। নতুন করে ন্যূনতম ২ শতাংশ শেয়ার কিনে পরিচালক হওয়ার আগ্রহ বাড়ার কারণে খাতটির প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। প্রতিদিনই খাতটির লেনদেন ও দর বাড়ছে। রবিবার ডিএসইতে মোট ৩৩৩ কোটি টাকার মোট ৩০টি ব্যাংকের লেনদেন হয়েছে। যা মোট লেনদেনের ৩৯.৩৯ ভাগ। সকালে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পর ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৩০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২২৩ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩৪২ পয়েন্টে। আর ডিএস ৩০ সূচক ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২৫৯ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : ঢাকা ব্যাংক, ব্র্যাক ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক, এবি ব্যাংক, উত্তরা ব্যাংক, উত্তরা ব্যাংক, লঙ্কাবাংলা ফাইনান্স, সাউথইস্ট ব্যাংক ও এক্সিম ব্যাংক। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : এবি ব্যাংক, রেকিট বেনকিসার, গ্লাক্সোমিথক্লাইন, আইএফআইসি, ডাচ বাংলা ব্যাংক, লিন্ডে বিডি, পূবালী ব্যাংক, ন্যাশনাল টিউব ও ঢাকা ব্যাংক। দর হারানোর তালিকার সেরা কোম্পানিগুলো হলো : ইস্টার্ন লুব্রিক্যান্ট, রেনেটা, ফার্মা এইড, ওয়াইম্যাক্স ইলেক্ট্রোড, বিডি ওয়েল্ডিং, এ্যাপোলো ইস্পাত, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড ও মিথুন নিটিং। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৬৯ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৯২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ২৮৮ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭৯টির, কমেছে ১৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ার। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : শাহজালাল ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ঢাকা ব্যাংক, ওয়ান ব্যাংক, এবি ব্যাংক, ব্যাংক এশিয়া, ন্যাশনাল ব্যাংক, ওয়াইম্যাক্স ইলেক্টোড, ন্যাশনাল ক্রেডিট এ্যান্ড কমার্স ব্যাংক ও ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড।
×