ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্মৃতি বেচাকেনার হাট

প্রকাশিত: ০৪:১৭, ১৩ নভেম্বর ২০১৭

স্মৃতি বেচাকেনার হাট

ভিয়েতনামের ওল্ড ফ্লেমস মার্কেটে যেসব পণ্যের দেখা মিলেছে তার প্রত্যেকটি পণ্যই পুরাতন প্রেমিক-প্রেমিকার কাছ থেকে উপহার হিসেবে পাওয়া। আর বিক্রেতারা প্রত্যেকে সেই পুরাতন প্রেমিক-প্রেমিকা। ডিং থ্যাং নামের এক ব্যক্তি ভিন্নধর্মী এই বাজারটির উদ্যোক্তা। তিনি নিজে প্রেম করে ব্যর্থ হয়েছেন। তাই অন্যদের কষ্ট লাঘবের প্রয়াসে তার এই প্রচেষ্টা। -ওয়েবসাইট বেশি পিরামিড যে দেশে আফ্রিকার দেশ সুদানে বিস্তীর্ণ মরু এলাকায় রয়েছে হাজার বছরের পুরনো বহু পিরামিড। আকারে কিছুটা ছোট হয় সুদানের পিরামিড, যাদের সংখ্যা ২৫০টিরও বেশি। দেশটির পুরনো শহর গেমাটোনের কাছে মরুভূমিতে রয়েছে বেশিরভাগ পিরামিড। প্রায় দুই হাজার বছর আগে এগুলো গড়ে তোলা হয়। তখন সুদানে ‘কুশ’ সাম্রাজ্যের জমজমাট অবস্থা। -বিবিসি
×