ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লেকহেড গ্রামার স্কুলের সব শাখা বন্ধের শুনানি মুলতবি

প্রকাশিত: ০৪:১৪, ১৩ নভেম্বর ২০১৭

লেকহেড গ্রামার স্কুলের সব শাখা বন্ধের শুনানি মুলতবি

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর ধানম-ি ও গুলশানের দুটি শাখাসহ লেকহেড গ্রামার স্কুলের সব শিক্ষা কার্যক্রম বন্ধের বিরুদ্ধে জারি করা রুলের শুনানি আজ সোমবার পর্যন্ত মুলতবি করেছেন হাইকোর্ট। অন্যদিকে জাতীয় পাটির সংসদ সদস্য মোঃ শওকত চৌধুরীর জামিন টিকিয়ে রাখতে ২৫ কোটি টাকা জমা দেয়ার যে শর্ত হাইকোর্ট দিয়েছিল, তার স্থগিতাদেশের মেয়াদ আরও তিন সপ্তাহ বাড়িয়েছে আপীল বিভাগ। এ সময়ের মধ্যে তাকে লিভ টু আপীল করতে বলা হয়েছে। ফেনী-২ আসন থেকে নির্বাচিত সরকার দল আওয়ামী লীগের সংসদ সদস্য নিজাম হাজারীর পদের বৈধতা চ্যালেঞ্জ করা দায়ের করা রিটের শুনানিতে বিব্রত হয়েছেন হাইকোর্ট। রবিবার আপীল বিভাগ ও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এ আদেশ প্রদান করেছেন। রাজধানীর ধানমন্ডি ও গুলশানের দুটি শাখাসহ লেকহেড গ্রামার স্কুলের সব শিক্ষা কার্যক্রম বন্ধের বিরুদ্ধে জারি করা রুলের শুনানি আজ সোমবার পর্যন্ত মুলতবি করেছেন হাইকোর্ট। রবিবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মোঃ আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ রুলের পরবর্তী শুনানির জন্য আজ সোমবার দিন ধার্য করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন এ এফ হাসান আরিফ, ব্যারিস্টার আকতার ইমাম ও রাশনা ইমাম। রাষ্ট্রপক্ষে ছিলেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এর আগে গত ৯ নবেম্বর রাজধানীর ধানম-ি ও গুলশানের দুটি শাখাসহ লেকহেড গ্রামার স্কুলের সব শিক্ষা কার্যক্রম বন্ধ করা কেন অবৈধ হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। ওই দিন সকালে লেকহেড গ্রামার স্কুলের নতুন মালিক খালেদ হাসান মতিন ও ১২ জন শিক্ষার্থীর অভিভাবকের পক্ষে ব্যারিস্টার রাশনা ইমাম রিট দায়ের করেন। গত ৬ নবেম্বর ধানম-ি ও গুলশানের দুটি শাখাসহ লেকহেড স্কুলের সব শিক্ষা কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সালমা জাহানের সই করা চিঠিতে ঢাকা জেলা প্রশাসককে এ নির্দেশ দেয়া হয়। চিঠিতে বলা হয়, এই প্রতিষ্ঠানটি সরকারের অনুমোদন নেয়নি। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানটি ধর্মীয় উগ্রবাদ, উগ্রবাদী সংগঠন সৃষ্টি, জঙ্গী কার্যক্রমে পৃষ্ঠপোষকতাসহ স্বাধীনতার চেতনাবিরোধী কর্মকা-ে যুক্ত বলে চিঠিতে উল্লেখ করা হয়। শওকতের জামিন স্থগিত ॥ নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য মোঃ শওকত চৌধুরীর জামিন বিষয়ে হাইকোর্টের দেয়া রায় আরো তিন সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপীল বিভাগ। এই সময়ের মধ্যে তাকে লিভ টু আপীল করতে বলা হয়েছে। রবিবার সকালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মোঃ আবদুল ওয়াহহ্াব মিঞার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপীল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে শওকতের পক্ষে শুনানি করেন আইনজীবী নুরুল ইসলাম সুজন। পরে আইনজীবী নুরুল ইসলাম সুজন সাংবাদিকদের বলেন, আমরা হাইকোর্টের আদেশের কপি এখনও হাতে পাইনি। এজন্য সময় আবেদন করেছি। আদালত তা মঞ্জুর করেছেন। আগামী ৩ ডিসেম্বর এ বিষয়ে পরবর্তী শুনানি হবে। এর আগে গত ২৯ অক্টোবর হাইকোর্টের আদেশ দুই সপ্তাহ স্থগিত করেছিলেন আপীল বিভাগ। গত ২২ অক্টোবর বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ ৫০ দিনের মধ্যে ২৫ কোটি টাকা বাংলাদেশ কমার্স ব্যাংকে জমা না দিলে এমপি শওকতের জামিন বাতিল হবে বলে রায় দিয়েছিলেন। প্রসঙ্গত, ২০১৬ সালের ৮ ও ১০ মে শওকত চৌধুরীসহ ওই ব্যাংকের নয় উর্ধতন কর্মকর্তার বিরুদ্ধে রাজধানীর বংশাল থানায় দুটি মামলা করে দুদক। নিজাম হাজারী ॥ ফেনী-২ আসন থেকে নির্বাচিত সরকার দল আওয়ামী লীগের সংসদ সদস্য নিজাম হাজারীর পদের বৈধতা চ্যালেঞ্জে দায়ের করা রিটের শুনানিতে বিব্রত হয়েছেন হাইকোর্ট। প্রধান বিচারপতির নির্ধারণ করে দেয়া হাইকোর্টের বিচারপতি মোঃ মজিবুর রহমান মিয়ার একক বেঞ্চ এই বিব্রতবোধ করেন। রবিবার বিব্রত হয়ে মামলার নথি প্রধান বিচারপতির কাছে পাঠানোর আদেশ দেন তিনি।
×