ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিদেশী বিনিয়োগের জন্য বিধিনিষেধ সহজ করছে চীন

প্রকাশিত: ০৪:১৩, ১৩ নভেম্বর ২০১৭

বিদেশী বিনিয়োগের জন্য বিধিনিষেধ সহজ করছে চীন

বৃহত্তর বিদেশী বিনিয়োগের জন্য কিছু বিধি নিষেধ সহজ করতে যাচ্ছে চীন। আগামী ৩ বছরে এমন কোম্পানিগুলোতে বিদেশী বিনিয়োগ করতে সকল সীমাবদ্ধতা তুলে নেবে দেশটি। অর্থনৈতিক ক্ষেত্রকে উন্মুক্ত ও অফসোর কোম্পানিগুলোর স্টেক হোল্ডার নিয়ন্ত্রণকে ঠেকাতে এ উদ্যোগ নিতে যাচ্ছে দেশটির সরকার। শুক্রবার চীনের উপ অর্থমন্ত্রী জু গুয়াংয়ো বলেছেন, সিকিউরিটিজ, ফান্ড ব্যবস্থাপনা এবং ভবিষ্যতের যৌথ উদ্যোগের ব্যবসাগুলোর বিদেশী মালিকানা স্বত্ব ৫১ শতাংশ বাড়ানো হবে। যা বর্তমানে ৪৯ শতাংশ। পাশাপাশি আগামী ৩ বছরে এমন কোম্পানিগুলোতে বিদেশী বিনিয়োগ করতে সকল সীমাবদ্ধতা তুলে দেয়া হবে বলে জানিয়েছে রয়টার্স। তিনি বলেন, চীনের ব্যাংক ও অর্থনৈতিক সম্পদ ব্যবস্থাপনা কোম্পানিগুলোর বিদেশী মালিকানা স্বত্বের সীমাবদ্ধতা ২০ শতাংশ ও মোট হোল্ডিংয়ে ২৫ শতাংশ একই সময়ের মধ্যে তুলে নেয়া হবে। জু বলেন, আগামী ৩ বছরে যৌথ উদ্যোগে ইন্স্যুরেন্সে বিদেশী মালিকানা স্বত্ব ৫১ শতাংশ বাড়ানো হবে। -অর্থনৈতিক রিপোর্টার
×