ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পর্ষদ সভায় সিদ্ধান্ত নতুন স্কেলেই বোনাস পাবেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা

প্রকাশিত: ০৪:১২, ১৩ নভেম্বর ২০১৭

পর্ষদ সভায় সিদ্ধান্ত নতুন স্কেলেই বোনাস পাবেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুরনো নয়, নতুন বেতন স্কেলেই প্রণোদনা বোনাস পাবেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। রবিবার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় আগের সিদ্ধান্ত পরিবর্তন করে নতুন স্কেলে বোনাস দেয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে পুরনো স্কেল ধরে সর্বশেষ ৫টি প্রণোদনা বোনাস দেয়ার সিদ্ধান্ত হলেও নতুন স্কেলে তা কমিয়ে সাড়ে ৩টা করা হয়েছে। তারপরও নতুন স্কেলের বেতনে বোনাস হওয়ায় আগের চেয়ে বেশি টাকাই পাবেন কর্মকর্তা কর্মচারিরা। এজন্য তারা পর্ষদের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। জানা গেছে, গত ২৭ আগস্টে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় ২০১৭ সালের প্রণোদনা বোনাস দেয়ার সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, পুরনো স্কেলে ২০১৫ সালের জুনের মূল বেতনের পাঁচ গুণ প্রণোদনা বোনাস পাবেন কর্মকর্তা কর্মচারিরা। ২০১৬ সালেও এই পুরনো স্কেলেই বোনান পেয়েছিলেন তারা। ২০১৭ সালেও এই পুরনো স্কেলেই বোনাস দেয়ার সিদ্ধান্ত বহাল রাখা হয়। এতে ক্ষুব্ধ হন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা কর্মচারিরা। তারা এর বিরোধিতা করে বলেন, প্রচলিত নিয়মে সর্বশেষ মূল বেতন স্কেল অনুযায়ী প্রণোদনা বোনাস দেয়া হয়। এই দুই বছরে বেশির ভাগ কর্মকর্তার পদোন্নতি হয়েছে। পদোন্নতি না হলেও মূল বেতন প্রায় দ্বিগুণ হয়ে গেছে। এ ছাড়া নতুন স্কেলও কার্যকর হয়েছে এই সময়ে। এ কারণে পুরোনো স্কেল এখন কোনোভাবেই কার্যকর নেই। তাই সেই স্কেল অনুযায়ী বোনাস দেয়ার সিদ্ধান্তও গ্রহণযোগ্য হতে পারে না। আগের স্কেলের পাঁচ গুণের চেয়ে নতুন স্কেলের দ্বিগুণ হলেই সবাই খুশি।
×