ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রিমান্ডে সীকারোক্তি

রূপগঞ্জে জেএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের পর জবাই করা হয়

প্রকাশিত: ০৫:৪৫, ১২ নভেম্বর ২০১৭

রূপগঞ্জে জেএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের পর জবাই করা হয়

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ১১ নবেম্বর ॥ প্রাইভেট পড়ে বাসায় ফেরার পথে জেএসসি পরিক্ষার্থী প্রিয়াংকাকে অপহরণ করে ধর্ষণের পর জবাই করে হত্যা করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত শহিদুল্লাহ ডাকাত, হাসান ও উদরুতউল্লাহ স্বীকার করেছে। অন্য একটি স্থানে হত্যাকা- ঘটিয়ে বরাব কবরস্থান এলাকার দুই বাড়ির সীমানা প্রাচীরের পানির ড্রেনে লাশ ফেলে রাখা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন। নিহত প্রিয়াংকা বরাব এলাকার ওষুধ ব্যবসায়ী মহিউদ্দিনের মেয়ে। প্রিয়াংকা হাজী আয়েত আলী ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ছিল। ওসি ইসমাইল হোসেন জানান, প্রিয়াংকা হত্যায় চারজন জড়িত। এর মধ্যে শহিদুল্লাহ ডাকাত, হাসান ও উদরুতউল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ। সুজন নামে আরেকজন পলাতক রয়েছে। গ্রেফতারকৃত শহিদুল্লাহ ডাকাত ও হাসানের বাড়ি বরাব এলাকায় এবং উদরুতউল্লাহর বাড়ি খাদুন এলাকায়। বর্তমানে তারা পুলিশী রিমান্ডে রয়েছে। রিমান্ড শেষে স্বীকারোক্তিমূলক জবানবন্দীর জন্য নারায়ণগঞ্জ আদালতে নেয়া হবে। এর আগে প্রিয়াংকার পরিবারের অভিযোগের ভিত্তিতে মাসুম মিয়া নামে এক যুবককে গ্রেফতার করা হয়। মাসুম মিয়া এ হত্যাকা-ের সঙ্গে জড়িত আছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে। প্রিয়াংকার বাবা মহিউদ্দিন, মা নাছিমা, বোন আমেনাসহ পরিবারের সদস্যরা জানান, তাদের স্বপ্ন ছিল প্রিয়াংকাকে লেখাপড়া করিয়ে একজন ডাক্তার বানানো। সে স্বপ্ন আর পূরণ হলো না। ঘাতকরা প্রিয়াংকার প্রাণ কেড়ে নিল। পরিবারের সদস্যদের দাবি, প্রিয়াংকাকে নির্মমভাবে হত্যাকারীদের অবিলম্বে ফাঁসি দিতে হবে। তাহলেই প্রিয়াংকার আত্মা শান্তি পাবে। হাজী আয়েত আলী ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বলেন, প্রিয়াংকা ভাল ছাত্রী ছিল। সে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাও করত। নরপিশাচের মতো যারা এ ধরনের কাজ করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। এলাকাবাসী অভিযোগ করে জানিয়েছেন, শহিদুল্লাহসহ তার লোকজন এলাকায় হত্যা, অপহরণ, ধর্ষণ, অস্ত্র, নারী নির্যাতন, মাদকসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকা- করে আসছে। তাদের ভয়ে এলাকার কেউ টুশব্দটিও করতে পারে না। এছাড়া শহিদুল্লাহ ডাকাতের বিরুদ্ধে রূপগঞ্জসহ বিভিন্ন থানায় ডজনখানেক মামলা রয়েছে। উল্লেখ্য, গত ৫ নবেম্বর সকালে বরাব কবরস্থান এলাকার দুই বাড়ির সীমানা প্রাচীরের পানির ড্রেনে জেএসসি পরিক্ষার্থী প্রিয়াংকার জবাই করা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় প্রিয়াংকার বাবা মহিউদ্দিন বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
×