ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশ আন্তর্জাতিক জুনিয়র টেনিস

এককে চ্যাম্পিয়ন ভারতের ঋষাভ

প্রকাশিত: ০৫:৪২, ১২ নভেম্বর ২০১৭

এককে চ্যাম্পিয়ন ভারতের ঋষাভ

স্পোর্টস রিপোর্টার ॥ ‘ইসলামী ব্যাংক বাংলাদেশ আন্তর্জাতিক জুনিয়র টেনিস প্রতিযোগিতা’ শনিবার রমনার জাতীয় টেনিস কমপ্লেক্সে শেষ হয়েছে। সমাপনী দিনে বালক ও বালিকা বিভাগের একক ও দ্বৈতের ফাইনাল অনুষ্ঠিত হয়। বালক এককে ভারতের ঋষাভ শারদা ৬-০, ৬-১ গেমে স্বদেশী করন শ্রীবাস্তবকে, বলিকা এককে চীনের ঝ্যাং ওয়ান য়ি ৬-৩, ৬-০ গেমে ভারতের রিদ্ধি শর্মাকে; বালক দ্বৈতে ভারতের কেভিন প্যাটেল ও আরিয়ান জাভের জুটি ৬-১, ৬-১ গেমে স্বদেশী আমান প্যাটেল ও জাশভিন সিদানা জুটিকে এবং বালিকা দ্বৈতে ভারতের ব্যানার্জী ও রাচাপুদি জুটি ৭-৬, ৬-২ গেমে স্বদেশী রমেশ ও সাইক জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে টেনিস ফেডারেশনের সভাপতি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও বিজিত খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন। আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবু রেজা মোঃ ইয়াহিয়া, শাহজালাল ইসলামী ব্যাংক লিঃ’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সামছুদ্দোহা শিমু, সাধারণ সম্পাদক গোলাম মোরশেদ প্রমুখ।
×