ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মার্সেল ফুটবলের চ্যাম্পিয়ন ট্রফি বুঝে পেল বসুন্ধরা কিংস

প্রকাশিত: ০৫:৪২, ১২ নভেম্বর ২০১৭

মার্সেল ফুটবলের চ্যাম্পিয়ন ট্রফি বুঝে পেল বসুন্ধরা কিংস

স্পোর্টস রিপোর্টার ॥ কমলাপুর স্টেডিয়ামে শনিবার শেষ হলো ‘মার্সেল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগ ফুটবলে’র অষ্টাদশ এবং শেষ রাউন্ডের খেলা। সমাপনী দিনের খেলায় নোফেল স্পোর্টিং ক্লাব ২-২ গোলে ড্র করে টিএ্যান্ডটি ক্লাব মতিঝিলের সঙ্গে। নোফেলের আরিফুল ইসলাম ৩৭ ও ৬২ মিনিটে এবং টিএ্যান্ডটির সাব্বির হোসেন ৮ ও ৭৭ মিনিটে জোড়া গোল করেন। ১৮ ম্যাচে এটা নোফেলের অষ্টম ড্র। ৩২ পয়েন্ট নিয়ে লীগ শেষ করা নোফেলের অবশ্য অনেক আগেই রানার্সআপ হওয়াটা নিশ্চিত হয়ে গিয়েছিল। পক্ষান্তরে সমান ম্যাচে এটা টিএ্যান্ডটির দশম ড্র। ২৫ পয়েন্ট নিয়ে তারা আছে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে। ৩৫ পয়েন্ট নিয়ে আগেই শিরোপা নিশ্চিত করেছিল বসুন্ধরা কিংস। টেবিলের তলানিতে (দশম) কারওয়ান প্রগতি সংঘ। ৯ পয়েন্ট তাদের। ফলে এই লীগ থেকে অবনমিত হলো তারা। এছাড়া তৃতীয় থেকে নবম হয়েছে (পঞ্চম স্থান বাদে) যথাক্রমে ভিক্টোরিয়া (২৬ পয়েন্ট), ফকিরেরপুল (২৫), বারিধারা (২৪), পুলিশ (২২), ফেনী সকার (২০) এবং অগ্রণী ব্যাংক (১৮)। শনিবার খেলা শেষে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে চ্যাম্পিয়ন বসুন্ধরা, রানার্সআপ নোফেল, ফেয়ার প্লে’র অধিকারী কারওয়ান বাজার দলকে পুরস্কৃত করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহ-সভাপতি এবং পেশাদার লীগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী এবং ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)।
×