ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে রুখে দিল ইংল্যান্ড, পোল্যান্ড-উরুগুয়ের ম্যাচ গোলশূন্য ড্র

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ফ্রান্স-পর্তুগালের জয়

প্রকাশিত: ০৫:৪১, ১২ নভেম্বর ২০১৭

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ফ্রান্স-পর্তুগালের জয়

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপের প্রস্তুতিপর্বটা বেশ ভালই হয়েছে ফ্রান্স ও পর্তুগালের। শুক্রবার দুই দলই জয়ের স্বাদ পেয়েছে। ফ্রান্স ২-০ গোলে ওয়েলসকে এবং পর্তুগাল ৩-০ গোলে পরাজিত করে সৌদি আরবকে। তবে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে রুখে দিয়েছে ইংল্যান্ড। এছাড়া পোল্যান্ড উরুগুয়ে এবং বেলজিয়াম-মেক্সিকোর ম্যাচ দুটি ড্র হয়। এ্যান্তনিও গ্রিজম্যান ও অলিভিয়ের জিরুডের গোলে ওয়েলসকে হারিয়েছে ১৯৯৮ সালের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। শুক্রবার রাতে প্যারিসে জাতীয় স্টেডিয়ামে ২-০ গোলে জিতে তারা। ম্যাচ শুরুর ১৮ মিনিটে এ্যাটলেটিকো মাদ্রিদের ফরোয়ার্ড গ্রিজমানের জোরালো শটে এগিয়ে যায় ফ্রান্স। এই গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধের ৭১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আর্সেনাল স্ট্রাইকার জিরুড। আরেক প্রীতি ম্যাচে সৌদি আরবকে সহজেই হারিয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ছাড়া খেলতে নামা পর্তুগাল। নিজেদের মাঠে ৩২ মিনিটে মিডফিল্ডার ম্যানুয়েল ফের্নান্দেসের গোলে প্রথম এগিয়ে যায় তারা। দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে দ্বিতীয় গোলটি করেন ২০ বছর বয়সী তরুণ প্রতিভাবান ফরোয়ার্ড গনসালো গেদেস। যোগ করা সময়ে তৃতীয় গোলটি করেন জোয়াও মারিও। লন্ডনের ওয়েম্বলিতে ইংল্যান্ড ও বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির মধ্যকার ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। বেলজিয়ামকে তাদেরই মাঠে ৩-৩ গোলে রুখে দিয়েছে মেক্সিকো। এই ম্যাচেই আলো ছড়িয়েছেন রোমেলু লুকাকু। বয়স মাত্র ২৪। শারীরিকভাবে ফিট থাকলে হয়তো খেলতে পারবেন আরও এক দশক। এই বয়সেই বেলজিয়ামের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় জায়গা করে নিয়েছেন লুকাকু। বেলজিয়ামের হয়ে রেকর্ড সর্বোচ্চ ৩০ গোল করে এতদিন চূড়ায় ছিলেন বার্নার্ড বারহোফ ও পল ফন হিমস্ট। শুক্রবার রাতে মেক্সিকোর বিপক্ষে জোড়া গোল করে এই দু’জনকে স্পর্শ করেন লুকাকু। খুব শীঘ্রই এককভাবে চূড়ায় জায়গা করে নিতে যাচ্ছেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই তারকা ফরোয়ার্ড। ম্যানচেস্টার ইউনাইটেডে চলতি মৌসুমে যোগ দিয়েই দুর্দান্ত নৈপুণ্য উপহার দেন তিনি। তবে বেশ কয়েকদিন ধরেই ক্লাবের হয়ে গোলখরায় ভুগছিলেন লুকাকু। তবে জাতীয় দলের হয়ে বরাবরের মতোই দুর্দান্ত ছন্দে রয়েছেন। সর্বশেষ ৫ ম্যাচে ৭ গোল কিংবা ১২ ম্যাচে ১৩ গোল তার বিধ্বংসী পারফর্মেন্সের হয়েই কথা বলে। বোরহোফ বেলজিয়ামের হয়ে ১৯২৮-১৯৪০ সালে ৩০ গোল করেন। অন্যদিকে ৩০ গোল করতে ১৪ বছর খেলতে হয় ফন হিমস্টকে (১৯৬০-১৯৭৪)। আগামী মঙ্গলবারই এককভাবে বেলজিয়ামের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়ার সুযোগ পাচ্ছেন লুকাকু। সেদিন ঘরের মাঠে এশিয়ান পরাশক্তি জাপানকে প্রীতি ম্যাচে আতিথ্য দেবে বেলজিয়াম। সেই ম্যাচে গোল করতে পারলেই এককভাবে চূড়ায় উঠবেন এভারটনের সাবেক ফরোয়ার্ড। এছাড়া শুক্রবারের উরুগুয়ে ও পোল্যান্ডের মধ্যকার ম্যাচটি গোলশূন্য ড্র হয়।
×