ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মিয়ানমারকে রোহিঙ্গা ফিরিয়ে নিতে চাপ দিন ॥ কূটনীতিকদের প্রতি বাংলাদেশ

প্রকাশিত: ০৫:৪০, ১২ নভেম্বর ২০১৭

মিয়ানমারকে রোহিঙ্গা ফিরিয়ে নিতে চাপ দিন ॥ কূটনীতিকদের প্রতি বাংলাদেশ

কূটনৈতিক রিপোর্টার ॥ রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর চাপ দিতে দিল্লীর কূটনীতিকদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। রোহিঙ্গাদের ফেরাতে তাদের সহযোগিতা ও সমর্থন চাওয়া হয়েছে। বাংলাদেশে নিযুক্ত ৭৬ দেশের অনাবাসী রাষ্ট্রদূতদের দিল্লীতে ব্রিফিং করে এ সমর্থন চাওয়া হয়। রাষ্ট্রদূতরা পরে রোহিঙ্গা সঙ্কট সমাধানে বাংলাদেশের প্রতি পূর্ণ সমর্থন দিয়েছেন। শনিবার দিল্লীতে বাংলাদেশ হাইকমিশন থেকে এ তথ্য জানানো হয়। সূত্র জানায়, গত ৮-১০ নবেম্বর দিল্লীতে অনবাসী ৭৬ দেশের রাষ্ট্রদূতদের ব্রিফিং করেছেন ভারতে নিযুক্ত হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী। ব্রিফিং শেষে শনিবার দিল্লীর বাংলাদেশ হাইকমিশনে এক সংবাদ সম্মেলনে সৈয়দ মোয়াজ্জেম আলী জানান, বাংলাদেশে বিভিন্ন দেশের অনাবাসী রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কনস্যুলার রোহিঙ্গা সমস্যার দ্রুত সমাধান চান। তিনি জানান, রাষ্ট্রদূতরা রোহিঙ্গা প্রশ্নে বাংলাদেশের অবস্থানের প্রতি পূর্ণ সমর্থন দিয়েছেন এবং শীঘ্রই তারা বাংলাদেশে গিয়ে রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে আগ্রহী। বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা সমস্যাকে এখন বিশ্বের প্রধান মানবিক বিপর্যয় হিসেবে উল্লেখ করে মোয়াজ্জেম আলী বলেন, এ সমস্যা দ্রুত সমাধান না হলে আঞ্চলিক নিরাপত্তা এবং পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়বে। তিনি বিশ্বব্যাপী নিন্দা সত্ত্বেও সীমান্ত পেরিয়ে রোহিঙ্গাদের বাংলাদেশে আসা অব্যাহত থাকায় উদ্বেগ প্রকাশ করেন। হাইকমিশনার বাংলাদেশ-ভারত সম্পর্ককে অত্যন্ত চমৎকার উল্লেখ করে বলেন, এ সম্পর্ক দিন দিন উন্নত হচ্ছে। সম্প্রতি দুই দেশের প্রধানমন্ত্রীদের ‘বন্ধন এক্সপ্রেস’ ও ‘মৈত্রী এক্সপ্রেস’ ট্রেনের যাত্রা উদ্বোধন করায় ইমিগ্রেশন ও কাস্টমস কার্যক্রমে আরও একধাপ এগিয়ে গেছে। দিল্লীতে হাইকমিশন জানিয়েছে, কূটনীতিকদের ব্রিফিংয়ে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, রাখাইনে ২৫ আগস্ট হামলার পর থেকে বাংলাদেশে এ পর্যন্ত ৬ লাখ ১২ হাজার রোহিঙ্গা প্রবেশ করেছে। আর এর আগে থেকেই আরও ৪ লাখ রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছিল। সব মিলিয়ে এখন ১০ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে। রাখাইনের এসব জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষকে ফিরিয়ে নেয়ার জন্য মিয়ানমারের ওপর চাপ প্রয়োগের আহ্বান জানানো হয়। ব্রিফিংয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত রাখাইনে রোহিঙ্গা সঙ্কট সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাবিত পাঁচ দফার প্রতি সমর্থন জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পাঁচ দফা জাতিসংঘের অধিবেশনে উত্থাপন করেছিলেন।
×