ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিপিএল হচ্ছে স্থানীয় ক্রিকেটারদের জন্য চ্যালেঞ্জ ॥ মাহেলা

প্রকাশিত: ০৫:৪০, ১২ নভেম্বর ২০১৭

বিপিএল হচ্ছে স্থানীয় ক্রিকেটারদের জন্য চ্যালেঞ্জ ॥ মাহেলা

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশের ক্রিকেট গত ৩ বছরে অন্যরকম এক উচ্চতায় পৌঁছে গেছে। ঈর্ষণীয় অনেক সাফল্যই এসেছে কোচ চান্দ্রিকা হাতুরাসিংহের অধীনে। তবে সম্প্রতিই তিনি পদত্যাগপত্র দিয়েছেন। কিংবদন্তি মাহেলা জয়বর্ধনের দল শ্রীলঙ্কার কোচ হিসেবে যোগ দেয়ার সম্ভাবনা অনেক বেশি তার। তবে এ বিষয়ে কোন মন্তব্য করেননি জয়বর্ধনে। গত বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) খেলোয়াড় হিসেবে ঢাকা ডায়নামাইটসে খেললেও এবার কোচ হিসেবে খুলনা টাইটান্সের দায়িত্ব পালন করছেন তিনি। এবার প্রতি দলে ম্যাচে ৫ বিদেশী খেলানোর বিষয়ে বেশ আলোচনা চলছে। এটিকে স্থানীয় ক্রিকেটারদের জন্য চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন জয়বর্ধনে। তিনি মনে করেন এতে করে যোগ্য এবং সেরা খেলোয়াড় বেরিয়ে আসবে। আর বাংলাদেশ জাতীয় দলের সেরা ১১ জন খেলোয়াড়ই দরকার, ৩০ জন নয়। এমনটাই দাবি করলেন জয়বর্ধনে। এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) কোচ হিসেবে ক্যারিয়ার শুরু করেছেন জয়বর্ধনে। আর প্রথম দায়িত্বেই হয়েছেন সফল, মুম্বাই ইন্ডিয়ান্সকে করেছেন চ্যাম্পিয়ন। বিপিএলেও এবার তাই কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। মাত্র এক বছরের ব্যবধানে খেলোয়াড় থেকে কোচ হয়ে ওঠা নিয়ে জয়বর্ধনে বলেন, ‘খেলোয়াড় এবং কোচ হিসেবে চ্যালেঞ্জটা ভিন্ন। আমি খেলোয়াড় হিসেবে নিজের সময়টাকে উপভোগ করতে পেরেছি। কোচ হিসেবেও সেটাই করছি। আমি ভারমুক্ত আছি এবং চেষ্টা করছি তরুণদের সহায়ক হিসেবে কিছু করে দেয়ার।’ এবারের আসরেও তার সতীর্থ আরেক কিংবদন্তি কুমার সাঙ্গাকারা খেলোয়াড় হিসেবেই খেলছেন ঢাকা ডায়নামাইটসে। এই আসরে বিদেশীদের সুযোগটা বেড়েছে, ম্যাচের একাদশে ৫ জন করে বিদেশী খেলছেন। ফলে স্থানীয় ক্রিকেটারদের সুযোগটা কমেছে। বিষয়টি নিয়ে আলোচনাও হচ্ছে ব্যাপক হারে। এ বিষয়ে জয়বর্ধনে বলেন, ‘আমি মনে করি সমন্বয় অনুসারে এটা বাড়তি শক্তি যুগিয়েছে দলে। এটা স্থানীয় খেলোয়াড়দের জন্য ভাল চ্যালেঞ্জ নিজেদের প্রমাণ করার। শুধু সেরা সেরা খেলোয়াড়রাই খেলতে পারবে। আর বাংলাদেশ দলের শুধু ১১ জন খেলোয়াড় দরকার, ৩০ জন নয়।’ খেলোয়াড় হিসেবে যেমন উপভোগ করেছেন এবার কোচ হিসেবেও দায়িত্বটা উপভোগ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন জয়বর্ধনে। তবে বাংলাদেশের কোচ ইস্যুতে তিনি বলেন, ‘এটার সঙ্গে আমি কোনভাবে যুক্ত নই। তাই বিষয়টি নিয়ে আমি কিছু বলতে চাই না। আমি সত্যিই সিলেট খুব উপভোগ করেছি। খুব ভাল ভেন্যু। ভাল সমর্থন পেয়েছি। ছেলেরা এটা বেশ উপভোগ করেছে। বিপিএলে এই নতুন শুরুটা আমার মনে হয় বেশ ভালই ছিল। আশা করছি একই ধরনের উত্তেজনা থাকবে। আমার মনে হয় গত বছরের চেয়ে এ বছরে বিদেশী খেলোয়াড়দের গুণগত মান উন্নত হয়েছে। সবসময়ই কঠিন প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে।’
×