ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জয়ের ধারা অব্যাহত রাখতে চায় চার দল

প্রকাশিত: ০৫:৩৯, ১২ নভেম্বর ২০১৭

জয়ের ধারা অব্যাহত রাখতে চায় চার দল

স্পোর্টস রিপোর্টার ॥ সর্বশেষ ম্যাচটি জিতেছে চারটি দলই। তবে চলতি বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি২০ আসরে শুরুটা পরাজয় দিয়ে হয়েছিল চিটাগং ভাইকিংস, খুলনা টাইটান্স, রাজশাহী কিংস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। আজ জয়ে ফেরার সেই অভ্যাসটা ধরে রাখতে চায় দলগুলো। তবে যে কোন দুটি দলকে হারতেই হবে। কারণ আজ দুপুর ১টায় মুখোমুখি হবে চিটাগং-খুলনা এবং সন্ধ্যা ৬টায় রাজশাহী-কুমিল্লা। টানা দুই ম্যাচ হেরে গিয়েছিল গত আসরের রানার্সআপ রাজশাহী কিংস। সিলেটে অনুষ্ঠিত প্রথমপর্বের দুই ম্যাচে তারা রংপুর রাইডার্স ও সিলেট সিক্সার্সের কাছে হেরে যায়। তবে ঢাকাপর্বে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ছিল দলটির। অবশেষে দলের আইকন মুশফিকুর রহীমের নেতৃত্বে ঢাকায় প্রথম ম্যাচে নেমেই জয় ছিনিয়ে নিয়েছে তারা রংপুরের বিরুদ্ধে। নিয়েছে প্রতিশোধ। ২৪ ঘণ্টার ব্যবধানে আজ আবারও তাদের মাঠে নামতে হবে। এবার প্রতিপক্ষ কুমিল্লা। জয়ের অন্যতম নায়ক ছিলেন মুমিনুল হক সৌরভ। সিলেটে দলের নৈপুণ্য যাই হোক তিনি মিরপুরের উইকেট নিয়ে বলেন, ‘আমার মনে হয় বিপিএলের জন্য মিরপুরের উইকেটই সবচেয়ে কঠিন। ২/১ ওভার খেলার পর আসলে বোঝা যায় পরিস্থিতি।’ টানা দুই জয় এসেছে এখন দলের। তাই উজ্জীবিত হয়েই আজ মাঠে নামবে রাজশাহী। সন্ধ্যায় তাদের বিরুদ্ধে আরেকটি জয়ের সন্ধানে নামবে কুমিল্লাও। শুরুটা সিলেটের বিরুদ্ধে হার দিয়ে হলেও দ্বিতীয় ম্যাচে তারা চিটাগংকে হারিয়ে দেয়। এবার ঢাকাপর্বে আজই প্রথম মাঠে নামবে ২০১৫ বিপিএলের চ্যাম্পিয়নরা। এ বিষয়ে দলের অভিজ্ঞ অলরাউন্ডার অলক কাপালী বলেন, ‘আমাদের প্রথম ম্যাচটা খুব কাছে গিয়ে আমরা হেরেছি। পরের ম্যাচে আমরা দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছি। দ্বিতীয় ম্যাচটা আমরা যেভাবে খেলেছি, লক্ষ্য থাকবে সেভাবেই সামনের ম্যাচটা খেলতে। স্থানীয় খেলোয়াড় যারা আছে, তারা মিরপুরের উইকেট সম্পর্কে খুব ভাল জানে। সিলেট আমাদের জন্য একেবারে নতুন ছিল। ফলে আমাদের বোলিংটা ভাল হয়নি। আশাকরি মিরপুরের উইকেট সম্পর্কে আমাদের যে ধারণা আছে, তা খুব কাজে দেবে। আমাদের বিদেশী যারা আছে, তারাও ঢাকার মাঠে আগে খেলেছে।’ তবে কুমিল্লার জন্য সুখের সংবাদ হতে পারে আইকন ও বাঁহাতি ওপেনার তামিম ইকবালের ফেরার খবর। আজই মাঠে নামতে পারেন তিনি। শনিবার দলের সঙ্গে অনুশীলনও করেছেন। সেক্ষেত্রে রাজশাহীর বিরুদ্ধে আরও আত্মবিশ্বাসী হয়েই নামতে পারবে তারা। এর আগেই দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে চিটাগং ও খুলনা। আগের ম্যাচে দারুণ প্রতিদ্বন্দ্বিতার পর চিটাগং হারিয়ে দিয়েছিল রংপুরকে। আজও জয় পাওয়ার লক্ষ্যেই মাঠে নামবে তারা। এ বিষয়ে দলের নিউজিল্যান্ডের মারকুটে ওপেনার লুক রনকি বলেন, ‘ঢাকার উইকেট নিয়ে আমার কোন ধারণা নেই, দেখিনি। খেলার সময় কি ঘটে সেটা দেখতে হবে। সিলেটের উইকেট এটা দেখিয়েছে যে দিনের খেলাগুলোয় রান বেশি হয়। আমাদের শুধু নতুন বলের যথাযথ ব্যবহার নিশ্চিত করা জরুরী। টি২০ ক্রিকেটে অনেক কিছু দেখেশুনে খেলার যথেষ্ট সময় নেই। টপঅর্ডারে আমার দায়িত্ব যতটা সম্ভব আক্রমণাত্মক থাকা। কিন্তু বাংলাদেশের অধিকাংশ উইকেটই সিমারদের জন্য যথেষ্ট সুবিধাজনক নয়। তাই নেমে পড়ে ইতিবাচক থাকতে হবে এবং শট খেলতে হবে। আমরা আগের দুই ম্যাচেই ভাল শুরু করতে পেরেছিলাম। সেটা যদি ধরে রাখতে পারি দারুণ হবে। আমরা একটা জিতেছি এবং একটা হেরেছি। কিন্তু এখনও দীর্ঘপথ বাকি।’ এবার খুলনার কোচ হিসেবে আছেন কিংবদন্তি শ্রীলঙ্কান ক্রিকেটার মাহেলা জয়বর্ধনে। আগের ম্যাচে দুরন্ত সিলেটকে থামিয়ে দিয়ে বড় জয় তুলে নিয়ে দারুণ আত্মবিশ্বাসী তারা। এ বিষয়ে এ কোচ বলেন, ‘সিলেটে অনেকগুলো হাইস্কোরিং ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হয়েছে। মাত্র দুটি করে ম্যাচ হয়েছে প্রতিটি দলের। কিছু সময় যেতে দেন। কি ঘটে দেখা যাক।’
×