ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রংপুরের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৫:৩৯, ১২ নভেম্বর ২০১৭

রংপুরের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ রংপুরে ফেসবুকে মিথ্যা প্রচারণার মাধ্যমে বসতবাড়িতে অগ্নিসংযোগ ও হামলাকারীদের অতি দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি। একই সঙ্গে প্রধানমন্ত্রীর দেয়া ওয়াদা অনুযায়ী কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ডের সনদকে এম এ পর্যন্ত স্বীকৃতি দিতে অতি শীঘ্রই সংসদে আইন পাশ করা হবে। আলেমদেরকে সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে নাগরিকদের মাঝে বেশি পরিমাণ প্রচারের আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার দুপুরে রাজধানীর ইস্কাটনে জামিয়া ইসলামিয়া দারুল উলুম দিলু রোড মাদ্রাসার ১০ তলা ভবনের মাদ্রাসা কাম মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। ইস্কাটনের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাহিদুর রহমান সাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে অত্র মাদ্রাসার মুহতামিম মুফতি সালাহ উদ্দীন, রমনা থানা আওয়ামী লীগের সভাপতি ও মাদ্রাসা কমিটির সভাপতি মুখলেছুর রহমান, বাংলাদেশ কওমী মাদ্রাসা বোর্ডের সহ-সভাপতি মালিবাগ মাদ্রাসার মুহতামিম শায়খুল হাদিস মোঃ আশরাফ আলী, দেশবরেণ্য পাঁচ শতাধিক আলেমগণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মন্ত্রী নিজ নির্বাচনী এলাকার এই মাদ্রাসায় ২ লক্ষ টাকা অনুদানের ঘোষণা দেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে দেশে আলেমগণ সঠিক ইসলামের প্রচার বাড়ানোর কারণে সমাজ থেকে সন্ত্রাস ও জঙ্গীবাদ অনেকাংশে কমে এসেছে। তবে প্রচারের এ ধারা আলেম সমাজকে অব্যাহত রাখতে হবে। বর্তমান সরকার ইসলাম ও কোরআন হাদিস বিরোধী কোন কাজ করেন নি এবং ভবিষ্যতেও করবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ওয়াদা অনুযায়ী কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ডের সনদকে এম এ পর্যন্ত স্বীকৃৃতি দিতে অতি শীঘ্রই সংসদে আইন পাশ করা হবে। মন্ত্রী বলেন, ইসলামে বিনা কারণে বা অপপ্রচারের মাধ্যমে বাড়িঘরে হামলাতো দূরের কথা কোন মুসলিম কারণ ছাড়া কোন লোকের গাছের পাতা পর্যন্ত ছিড়েন না। তাই বারবার রংপুর, ফরিদপুর, রামুসহ দেশের বিভিন্ন এলাকায় কেন অন্য ধর্মের মানুষের ওপর হামলা হচ্ছে তা আলেমদেরকেই খতিয়ে দেখতে হবে। যারা আইন হাতে তুলে নিয়ে বিনা কারণে অন্যের বাড়িতে হামলা ও লুটতরাজ করে তারা ইসলামের শত্রু। তাই তাদেরকে ইসলামের স্বার্থে আলেম সমাজকেই খুঁজে বের করতে হবে। এসব ইসলামবিরোধীরা নানা কথা অপপ্রচার করে ইসলামী বিশ্বকেই বিভ্রান্ত করে দিচ্ছে।
×