ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অর্থনীতির-টুকরো-খবর

প্রকাশিত: ০৫:২৯, ১২ নভেম্বর ২০১৭

অর্থনীতির-টুকরো-খবর

সৌদি আরব তেল রফতানি কমাবে অপরিশোধিত জ্বালানি তেল রফতানিকারকদের তালিকায় সৌদি আরবের অবস্থান বিশ্বে প্রথম। জ্বালানি পণ্যটির মোট বৈশ্বিক চাহিদার ২০ দশমিক ১ শতাংশ যোগান দেয় মধ্যপ্রাচ্যের এ দেশটি। চলতি বছরের ডিসেম্বরে আগের মাসের তুলনায় অন্তত ১ লাখ ২০ হাজার ব্যারেল কম জ্বালানি তেল রফতানির পরিকল্পনা হাতে নিয়েছে সৌদি প্রশাসন। মূলত আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কাক্সিক্ষত মাত্রায় বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে সৌদি প্রশাসন পণ্যটির রফতানি কমানোর পরিকল্পনা করছে। দেশটির জ্বালানি মন্ত্রণালয় সূত্রের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে দেয়া তথ্য অনুযায়ী, আগামী ডিসেম্বরে সৌদি প্রশাসন প্রতিদিন ৭০ লাখ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল রফতানির পরিকল্পনা হাতে নিয়েছে, যা নবেম্বরের প্রাক্কলনের তুলনায় অন্তত ১ লাখ ২০ হাজার ব্যারেল কম। এশিয়া, ইউরোপ, লাতিন আমেরিকাসহ বিশ্বের সব অঞ্চলে এ সময় সৌদি আরব থেকে জ্বালানি পণ্যটির রফতানি কমবে। এ সময় সৌদি প্রশাসন যুক্তরাষ্ট্রে অপরিশোধিত জ্বালানি তেল রফতানি নবেম্বরের তুলনায় ১০ শতাংশের বেশি কমাবে বলে জানানো হয়েছে। পাথর আমদানি বন্ধ বাংলাবান্ধা স্থলবন্দরে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে সম্প্রতি ভারত থেকে আমদানিকৃত পাথরবোঝাই গাড়িতে অবৈধভাবে আনা মোটরগাড়ির যন্ত্রাংশ পাওয়া যায়। এ ঘটনার জের ধরে কাস্টমস কর্তৃপক্ষ বন্দরের ইয়ার্ডেই আমদানিকৃত পাথর আনলোডের নির্দেশ জারি করে। এ সিদ্ধান্তের পর গত এক সপ্তাহ বাংলাবান্ধা দিয়ে পাথর আমদানি বন্ধ রেখেছে বন্দরের আমদানি-রফতানিকারক এ্যাসোসিয়েশন ও সিএ্যান্ডএফ এজেন্টরা। ফলে স্থবির হয়ে পড়েছে পাথর আমদানিনির্ভর স্থলবন্দরটির বাণিজ্যিক কার্যক্রম। একই সঙ্গে দৈনিক প্রায় ১৫ লাখ টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। বাংলাবান্ধা স্থলবন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, কাস্টমস আইনে আমদানিকৃত পণ্য বন্দরের ইয়ার্ডেই রাখার কথা বলা রয়েছে। কিন্তু জায়গা স্বল্পতার কারণে প্রতিষ্ঠার পর থেকেই ব্যবসায়ীরা আমদানিকৃত পাথর শুল্কায়ন প্রক্রিয়া শেষ করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নির্ধারিত সীমানার মধ্যে আনলোড করে আসছেন। গত ৩১ অক্টোবর বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারতীয় পাথর বোঝাই একটি ট্রাকের মধ্যে মিথ্যা ঘোষণায় ২০ টন মোটরগাড়ির যন্ত্রাংশ (গাড়ির স্প্রিং) নিয়ে আসে আমদানিকারক রোজা ইন্টারন্যাশনাল (সিএ্যান্ডএফ এজেন্ট তাসনিন এন্টারপ্রাইজ)। বিষয়টি টের পেয়ে ওইদিনই গভীর রাতে চালানটি আটক করেন বিজিবির টহলরত সদস্যরা। এরপর কাস্টমস কর্তৃপক্ষ আমদানিকৃত পাথরসহ যাবতীয় পণ্য বন্দরের ইয়ার্ডেই আনলোড করার নির্দেশ দেয়। এ নির্দেশনা ব্যবসার অনেক ক্ষতি করবে দাবি করে গত শনিবার থেকে পাথর আমদানি বন্ধ করে দেন ব্যবসায়ীরা। অর্থনীতি ডেস্ক
×