ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হাতিয়ায় যুবলীগের মিছিলে প্রতিপক্ষের হামলা, ওসিসহ আহত ৩৫

প্রকাশিত: ০৫:১৯, ১২ নভেম্বর ২০১৭

হাতিয়ায় যুবলীগের মিছিলে প্রতিপক্ষের হামলা, ওসিসহ আহত ৩৫

নিজস্ব সংবাদদাতা, হাতিয়া, ১১ নবেম্বর ॥ নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠাবর্ষিকী উপলক্ষে উপজেলা যুবলীগ আয়োজিত মিছিলে প্রতিপক্ষের হামলার ঘটনা ঘটেছে। এতে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান শিকদার ও দুই কনস্টেবলসহ ৩৫ নেতাকর্মী আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে প্রতিপক্ষের এক আইনজীবীর অফিসকক্ষ ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। এতে আতঙ্কিত হয়ে সাধারণ ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেয়। শনিবার সন্ধ্যায় সমাবেশ থেকে ফেরার পথে হাতিয়া সদরের ওছখালী-নলচিরা সড়কের বিভিন্ন স্থানে দফায় দফায় মিছিলে এ হামলার ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২৫০ রাউন্ড শটগান, রাবার বুলেট ও ২০ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করেছে। আহতরা হলেনÑ হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান শিকদার, যুবলীগকর্মী সাখাওয়াত (৩২), এমরান (৩০), ছাইফুল (১৬), আবুল কালাম (২৮), নুর আলম (৪৫), আলতাফ উদ্দিনসহ (৩৭) ৩৫ জন। তাৎক্ষণিক অন্যদের নাম-পরিচয় পাওয়া যায়নি। গুরুতর আহতদের উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানায়, শনিবার বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠাবর্ষিকী উপলক্ষে উপজেলা যুবলীগের উদ্যোগে উপজেলা যুবলীগের আহ্বায়ক শাহ আজিজুর রহমান মিরাজের সভাপতিত্বে একটি যুব সমাবেশের আয়োজন করা হয়। এতে হাতিয়ার স্থানীয় সংসদ সদস্য আয়েশা ফেরদৌস প্রধান অতিথি ছিলেন। এ সমাবেশ শেষে বিভিন্ন এলাকার নেতাকর্মীরা খ- খ- মিছিল নিয়ে ফেরার পথে মিছিলকে বাধা দিতে সাবেক সংসদ সদস্য ওয়ালি উল্লাহর অনুসারী হাতিয়া উপজেলা আওয়ামী যুবলীগের একাংশের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে চোরাগোপ্তা হামলা চালায়। এতে পুলিশসহ ৩৫ নেতাকর্মী আহত হন। এ বিষয়ে অনেকবার চেষ্টা করলেও হাতিয়া উপজেলা আওয়ামী যুবলীগের দু’পক্ষের নেতারা কোন কথা বলতে চাননি। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান শিকদার জানান, স্থানীয় রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটছে।
×