ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রত্যাবাসনে মিয়ানমারের চার কঠিন শর্ত

জীবনের ঝুঁকি নিয়ে রোহিঙ্গা আগমন অব্যাহত

প্রকাশিত: ০৫:১৯, ১২ নভেম্বর ২০১৭

জীবনের ঝুঁকি নিয়ে রোহিঙ্গা আগমন অব্যাহত

মোয়াজ্জেমুল হক/এইচএম এরশাদ ॥ নৌযান চলাচল বন্ধ রাখায় মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে সমুদ্র ও নদীপথে জীবন ঝুঁকি নিয়ে ভেলাযোগে রোহিঙ্গা নরনারী ও শিশুদের আগমন অব্যাহত রয়েছে। এ প্রক্রিয়ায় শনিবার সকালে উখিয়ার আঞ্জুমান পাড়া সীমান্ত পয়েন্ট দিয়ে দেড় সহস্রাধিক রোহিঙ্গার আগমন ঘটেছে। এর আগে গত বুধবার ভেলা ভাসিয়ে ৫২ জন এবং বৃহস্পতিবার পৃথক পৃথক ভেলাযোগে ১৩২ জনের একটি দল বাংলাদেশে এসেছে। এদিকে বাংলাদেশে রোহিঙ্গা আগমন যেমন অব্যাহত রয়েছে তেমনি তাদের প্রত্যাবাসন বিষয়টি সম্পূর্ণ অনিশ্চিত হয়ে আছে। সর্বশেষ ভিয়েতনামে মিয়ানমারের নেত্রী আউং সান সুচি ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে রোহিঙ্গা ইস্যু নিয়ে একটি বৈঠক হয়েছে। সে বৈঠকে কোন ধরনের প্রতিশ্রুতি মেলেনি। অপরদিকে রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার তাদের সম্মতির কথা বললেও চার শর্তে তারা রাজি বলে জানা গেছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম সূত্রে যে চার শর্তের কথা প্রকাশ করা হয়েছে তা বেশ কড়া। যার মধ্যে রয়েছে মিয়ানমারে ফিরে যেতে আগ্রহী রোহিঙ্গাদের সে দেশে দীর্ঘদিন বসবাসরত ছিল তার প্রমাণ দেখাতে হবে, ফিরে যেতে আগ্রহীদের কেউ না কেউ সে দেশে রয়েছে এমন প্রমাণ দেখাতে হবে পাশাপাশি বাংলাদেশে জন্মগ্রহণকারী শিশুদের পিতামাতা উভয়ই মিয়ানমারের স্থায়ী বাসিন্দা তার প্রমাণ দাখিল করতে হবে। মিয়ানমারের এসব শর্ত ও সুচির ইতিবাচক কোন ইঙ্গিত এখনও পর্যন্ত না পাওয়ার প্রেক্ষাপটে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরার বিষয়টি অনিশ্চিত হয়ে আছে।
×