ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করুন ॥ ওমর ফারুক চৌধুরী

বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে রাজধানীতে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রকাশিত: ০৫:১৭, ১২ নভেম্বর ২০১৭

বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে রাজধানীতে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বিশেষ প্রতিনিধি ॥ সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীতে শনিবার রাজধানীতে বর্ণাঢ্য ও সুবিশাল র‌্যালি করেছে আওয়ামী যুবলীগ। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের সামনে থেকে ৩২ নম্বর ধানমন্ডির ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন পর্যন্ত সুশৃঙ্খল এই র‌্যালিতে সংগঠনের নেতাকর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ও উৎসবমুখর পরিবেশের সূচনা হয়। র‌্যালিপূর্ব সমাবেশ থেকে স্বাধীনতা বিরোধী অপশক্তির সব ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলার আহ্বান জানানো হয়। শুধু ঢাকায় নয়, একই সময় সারাদেশেই সভা-সমাবেশ ও বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার সকালে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের শাখা কার্যালয়ে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতি ও বনানী কবরস্থানে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনিসহ ১৫ আগস্টের শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করা হয়। এসব কর্মসূচীতে নেতৃত্ব দেন সংগঠনের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুনুর রশীদ। বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে বর্ণাঢ্য র‌্যালি হয়। এছাড়াও দেশজুড়ে প্রতিষ্ঠাবার্ষিকীর পাঁচ দিনব্যাপী কর্মসূচী শনিবার থেকে শুরু হয়েছে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবলীগের যৌথ আয়োজনে রাজধানীর র‌্যালিতে ঢাকা মহানগর ছাড়াও আশপাশের এলাকা থেকে সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী-সমর্থক যোগ দেন। পায়ে হেঁটে এবং বাস-ট্রাক-মটর সাইকেলসহ বিভিন্ন যানবাহনে চড়ে বাদ্য-বাজনার তালে তালে নেচে-গেয়ে র‌্যালিতে অংশ নেন তারা। র‌্যালির সামনের ভাগে গাঢ় লাল-সবুজের জাতীয় ও সংগঠনের পতাকা ছাড়াও র‌্যালিতে অংশ নেয়া প্রায় সবার হাতেই ছিল রংবেরঙের ছোট ছোট পতাকা, প্লাকার্ড ও ফেস্টুন। অনেকের হাতে ছিল জাতির জনক বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় চার নেতার প্রতিকৃতিও। শত শত রংবেরঙের বেলুনের সমাহার ছিল চোখে পড়ার মত। সবুজ গেঞ্জি ও একই রঙের ক্যাপ ছাড়াও বর্ণাঢ্য সাজে সজ্জিত নেতাকর্মীরা ঢাকঢোল আর বাদ্যযন্ত্রের বাজনা বাজিয়ে ও নেচে-গেয়ে র‌্যালির পরিবেশকে উৎসবমুখর করে রাখেন। সারিবদ্ধ ট্রাক ও মটর সাইকেলের বহর ছিল দেখার মত। এ সময় নেতাকর্মীদের কণ্ঠে উচ্চারিত ‘শুভ শুভ শুভ দিন, যুবলীগের জন্মদিন’, ‘শেখ হাসিনার সরকার বারবার দরকার’সহ বিভিন্ন সেøাগানে গোটা এলাকা মুখরিত হয়ে ওঠে। মাইকে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণসহ স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের গান প্রচার করা হয়। সোহরাওয়ার্দী উদ্যান, শাহবাগ, জাতীয় জাদুঘর, এলিফ্যান্ট রোড, সায়েন্স ল্যাবরেটরি, মিরপুর রোড, কলাবাগান, রাসেল স্কয়ার হয়ে ধানম-ি বঙ্গবন্ধু ভবনে গিয়ে র‌্যালিটি শেষ হয়। এদিকে ছুটির দিন থাকলেও র‌্যালির কারণে রাজধানীর মৎস্য ভবন, কাকরাইল, শাহবাগ, বাংলা মোটর, এলিফ্যান্ট রোড ও মিরপুর রোডসহ নগরীর বিভিন্ন সড়কে যানজট দেখা গেছে। যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাঈনুদ্দিন রানার সভাপতিত্বে র‌্যালিপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, কেন্দ্রীয় নেতা শহীদ সেরনিয়াবাত, মজিবুর রহমান চৌধুরী, মাহবুবুর রহমান হিরন, আবদুস সাত্তার মাসুদ, আতাউর রহমান আতা, মহিউদ্দিন আহমেদ মহি, মঞ্জুর আলম শাহীন, ফজলুল হক আতিক, মাইনুল হোসেন খান নিখিল, ইসমাইল হোসেন, রেজাউল করিম রেজা প্রমুখ। সমাবেশে যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেন, যুবলীগ প্রতিষ্ঠার পর থেকে নানা চড়াই-উতরাই, ঘাত-প্রতিঘাত, অত্যাচার-নির্যাতন, জেল-জুলুম কোন কিছুই এ সংগঠনের অগ্রযাত্রা ব্যহত করতে পারেনি। যুবলীগ একটি দিনের জন্যও রাজপথ ছেড়ে যায়নি এবং আদর্শচ্যুত হয়নি। আওয়ামী যুবলীগ আজ দেশের প্রগতিশীল যুব সমাজের আস্থার ঠিকানা। সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে করে তিনি বলেন, যুবলীগ করতে হলে ভাল-মন্দ নির্দিষ্ট করতে হবে, আগামীতে রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে রাষ্ট্রক্ষমতায় আনতে জনমত সৃষ্টি করতে হবে। আমাদের ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার নির্দেশে নির্বাচনী কর্মকা- এখন থেকেই শুরু করতে হবে। বাংলাদেশের রাজনীতির সত্য-মিথ্যার প্রভেদটিও জনগণের সামনে তুলে ধরতে হবে। ঢাকা ছাড়াও বন্দরনগরী চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, নরসিংদীসহ সারাদেশ থেকেই যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সভা-সমাবেশ, বর্ণাঢ্য র‌্যালি, শোভাযাত্রার খবর পাওয়া গেছে।
×