ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সৌদি-ইরান উত্তেজনার প্রভাব বিশ্ব পুঁজিবাজারে

প্রকাশিত: ০৪:০২, ১২ নভেম্বর ২০১৭

সৌদি-ইরান উত্তেজনার প্রভাব বিশ্ব পুঁজিবাজারে

সৌদি আরব ও ইরানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার প্রভাব পড়ছে বিশ্ব পুঁজিবাজারে। বিশেষ করে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের দেওয়া যুদ্ধের হুমকি পুঁজিবাজারকে নাড়িয়ে দিয়েছে। বৃহস্পতিবার বিশ্বের প্রধান প্রধান বাজারগুলোতে শেয়ারের মূল্যসূচকের পতন ঘটেছে। খবর বিজনেস ইনসাইডারের। খবর অনুযায়ী, বৃহস্পতিবার বিশ্বের সবগুলো প্রধান সূচক কমেছে। এদিন এসঅ্যান্ডপি সূচক কমেছে দশমিক ৩৮ শতাংশ, ডাওজোন্স দশমিক ৪৩ শতাংশ, এফটিএসই১০০ কমেছে দশমিক ৬১ শতাংশ, নাসদাক দশমিক ৫৮ শতাংশ এবং জাপানের নিক্কি ২২৫ কমেছে ১ দশমিক ০৫ শতাংশ। ফার্মা এইডের লভ্যাংশ ঘোষণা পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার্মা এইডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে। ৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এ সময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৯ টাকা ৪৮ পয়সা। একই সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৪৯ টাকা ৫৩ পয়সা। কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৪ ডিসেম্বর। -অর্থনৈতিক রিপোর্টার
×