ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইফাদ অটোসের সঙ্গে গালফ ওয়েলের চুক্তি

প্রকাশিত: ০৪:০২, ১২ নভেম্বর ২০১৭

ইফাদ অটোসের সঙ্গে গালফ ওয়েলের চুক্তি

অর্থনৈতিক রিপোটার ॥ পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি ইফাদ অটোস লিমিটেড ব্যবসা সম্প্রসারণ করছে। এরই অংশ হিসেবে যুক্তরাজ্য ভিত্তিক বহুজাতিক কোম্পানি গালফ অয়েল ইন্টারন্যাশনাল লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান গালফ অয়েল বাংলাদেশ সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করতে যাচ্ছে কোম্পানিটি। আগামী বুধবার ওয়েস্টিন হোটেলে প্রতিষ্ঠান দুইটির মধ্যে আনুষ্ঠানিকভাবে চুক্তি সই হবে বলে কোম্পানির একটি সূত্র জানিয়েছে। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপির। সে সময় সময় অন্যাদের মধ্যে ইফাদ অটোস লিমিটেডের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু, গালফ অয়েল ইন্টারন্যাশনালের ভাইস প্রেসিডেন্ট-(ইন্টারন্যাশনাল) মি: ফ্রান্করুট্টেন ও দুটি প্রতিষ্ঠানের উচ্চ পদস্থ কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ, ব্যাংকারসহ অনেকেই থাকতে পারেন। এর আগে চলতি বছরের মে মাসে বহুজাতিক এই কোম্পানির সঙ্গে একটি সমঝোতা চুক্তি সই করে কোম্পানিটি। যুক্তরাজ্য ভিত্তিক বহুজাতিক কোম্পানি গালফ অয়েল ইন্টারন্যাশনাল লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান গালফ অয়েল বাংলাদেশ। প্রতিষ্ঠানটির ৪৯ শতাংশের মালিকানা নেবে ইফাদ অটোস। এর জন্য ইফাদ অটোসকে গুণতে হয়েছে ১৬ লাখ ৮৫ হাজার ডলার। কোম্পানির ৫১ শতাংশের মালিকানা রয়েছে গালফ অয়েল ইন্টারন্যাশনালের কাছে। এর আগে এই ৪৯ শতাংশের মালিকানা ছিল গালফ অয়েল বেনেলাক্স বি.ভি নেদারল্যান্ডসের কাছে। এই বিনিয়োগের জন্য ইফাদের নিজস্ব ফান্ড ব্যবহার করা হবে। এখান থেকে সামনের বছরে ৪ কোটি ৩৬ লাখ টাকা সামগ্রিক মুনাফা আসতে পারে বলে মনে করছে ইফাদ অটোস কর্তৃপক্ষ। এ বিষয়ে কোম্পানির সহকারী কোম্পানি সচিব নাফিজুল ইসলাম বলেন, কোম্পানিটির নিজস্ব অর্থ এই ব্যবসার জন্য বিনিয়োগ করা হবে। বর্তমানে কোম্পানিটি বাংলাদেশের বাজারে তেল বিক্রি করছে।
×