ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কুলভূষণের সঙ্গে স্ত্রীকে দেখা করার অনুমতি দিল পাকিস্তান

প্রকাশিত: ০৪:০০, ১২ নভেম্বর ২০১৭

কুলভূষণের সঙ্গে স্ত্রীকে দেখা করার অনুমতি দিল পাকিস্তান

পাকিস্তানে গুপ্তচরবৃত্তির দায়ে মৃত্যুদন্ডের আদেশ পাওয়া ভারতীয় নৌবাহিনীর সাবেক কর্মকর্তা কুলভূষণ যাদবের সঙ্গে তার স্ত্রীকে দেখা করার অনুমতি দিয়েছে পাক সরকার। শুক্রবার এক বিবৃতিতে এক কথা জানিয়েছে পাক পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর টাইমস অব ইন্ডিয়ার। বিবৃতিতে বলা হয়েছে, সম্পূর্ণ মানবিক কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। কমান্ডার কুলভূষণ যাদবের স্ত্রী যাতে পাকিস্তানে এসে তার সঙ্গে দেখা করতে পারেন সে ব্যবস্থা করা হবে। ইসলামাবাদের ভারতীয় দূতাবাসকে বিষয়টি লিখিতভাবে জানানো হয়েছে। বিবৃতিতে কুলভূষণকে ‘র’-এর গুপ্তচর হিসেবেই উল্লেখ করা হয়েছে। এতে আরও বলা হয়েছে, তিনি বেআইনীভাবে পাকিস্তনে ঢুকেছিলেন। ভারতীয় গোয়েন্দা সংস্থার নির্দেশমতো গুপ্তচরবৃত্তি ও জঙ্গী কার্যকলাপের কথা তিনি ম্যাজিস্ট্রেটের আদালতে স্বীকার করেছেন বলেও দাবি করা হয়েছে। গত এপ্রিলে পাক সামরিক আদালত কুলভূষণকে মৃত্যুদন্ডে দন্ডিত করে। ভারতের দাবি, কুলভূষণকে অপহরণ করে মিথ্যা অভিযোগে ফাঁসিয়েছে পাকিস্তান। ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস অবশ্য কুলভূষণের ফাঁসি স্থগিত করেছে। হেগের ওই আদালত জানিয়েছে, সেখানে শুনানি শেষ হওয়ার আগে কুলভূষণকে ফাঁসি দিতে পারবে না পাক সরকার।
×