ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হত্যার বিচার দাবি

প্রকাশিত: ০৬:২৭, ১১ নভেম্বর ২০১৭

হত্যার বিচার দাবি

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্যকর্মী পলাশ হত্যাকা-ের প্রতিবাদে ও জড়িতদের বিচার দাবিতে যশোরে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। শুক্রবার শহরের প্রাণকেন্দ্র দড়াটানা মোড়ে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। বাংলাদেশ কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার এ্যাসোসিয়েশন খুলনা বিভাগ ও যশোর জেলা শাখা এ কর্মসূচীর আয়োজন করে। কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার ইয়াছির আরাফাত পলাশ চৌগাছার হাকিমপুর ইউনিয়নের যাত্রাপুর কমিউনিটি ক্লিনিকে দায়িত্বপালনরত অবস্থায় ২ নবেম্বর দুর্বৃত্তদের হাতে খুন হন। ৮ দিন অতিবাহিত হলেও কেউ গ্রেফতার না হওয়ায় হত্যার বিচারের দাবিতে এ কর্মসূচী পালন করা হয়। সার ও বীজ বিতরণ স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ বন্যায় ক্ষতিগ্রস্ত ২ হাজার ৬শ’ ৭৫ প্রান্তিক কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে সদর উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রহমানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে হুইপ ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ৪৭ লাখ ৮১ হাজার টাকার গম, ভুট্টা, সরিষা ও বোরো ধানের বীজ এবং সার বিতরণ করেন। অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান ফরিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইউনিয়ন চেয়ারম্যান ইমদাদ সরকার ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, কিশোর কুমার রায় ও হাসমিন লুনা বক্তব্য রাখেন।
×