ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে বই উৎসব

সাংবাদিকরাই মানুষের শেষ ভরসা ॥ হেলাল হাফিজ

প্রকাশিত: ০৬:২৫, ১১ নভেম্বর ২০১৭

সাংবাদিকরাই মানুষের শেষ ভরসা ॥ হেলাল হাফিজ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ মানুষ যখন বিচার পায় না, সন্ত্রাসীদের হাতে নিপীড়িত হয়, কারও সন্তান যখন গুম হয়, তখন ছুটে আসে সাংবাদিকদের কাছে। চতুর্দিকে এত অবক্ষয়ের মধ্যে এখনও মানুষের শেষ ভরসা সাংবাদিকরা। শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের বই উৎসবে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন দেশের খ্যাতিমান কবি হেলাল হাফিজ। দুই দিনব্যাপী এ উৎসব শুরু হয়েছে ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে। এ মেলায় স্থান পেয়েছে চট্টগ্রামের সাংবাদিকদের লেখা বই। হেলাল হাফিজ তার বক্তব্যে বলেন, মানুষ তার স্বপ্নের চেয়ে বড়। প্রতিটি মানুষের মধ্যে রয়েছে মহত্ব। সেই মহত্বকে জাগিয়ে দেয়ার কাজ করে বই এবং সাংবাদিকরা। কবিতাকে ভালবেসে যাপিত জীবনে চেষ্টা করেছি মানুষকে তুলে ধরতে। নিজের লেখা কবিতার ‘এখন যৌবন যার’ এ পঙ্ক্তি তুলে ধরে তিনি বলেন, যখন এটি লিখেছিলাম তখন ছাত্র সংগঠনের ক্যাডার কিংবা কর্মী ছিলাম না। বক্তব্যে তিনি বই এবং সাংবাদিকদের কাজ তুলে ধরতে গিয়ে বলেন, শত সমালোচনার মধ্যেও মানুষ শেষ পর্যন্ত সংবাদপত্রের ওপরই নির্ভর করে। বই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেসক্লাবের সহ-সভাপতি কাজী আবুল মনসুর। বিশেষ অতিথি ছিলেন ক্লাবের আজীবন দাতা সদস্য আহসানুল করিম। স্বাগত বক্তৃতা করেন সাধারণ সম্পাদক শুকলাল দাশ। এবার প্রবন্ধ ও গবেষণায় মুহাম্মদ শামসুল হক, কথাসাহিত্যে জাহেদ মোতালেব এবং শিশুসাহিত্যে আবুল কালাম বেলালকে চট্টগ্রাম প্রেসক্লাবের সেরা লেখক, সাংবাদিক সম্মাননা প্রদান করা হয়।
×