ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জে এলজিইডির ৫শ’ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন

প্রকাশিত: ০৪:০০, ১১ নভেম্বর ২০১৭

চাঁপাইনবাবগঞ্জে এলজিইডির ৫শ’ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন

ডি.এম তালেবুন নবী, চাঁপাইনবাবগঞ্জ ॥ স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ চাঁপাইনবাবগঞ্জ জেলার উন্নয়নে বহুমুখী প্রকল্পের বাস্তবায়ন করছে। উন্নয়নের শীর্ষে নিয়ে যাবার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভীষণ ২০২১ বাস্তবায়নে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন উন্নয়ন কর্মকা-ে ধারাবাহিকতায় ব্যাপক উন্নয়ন কাজ করে চলেছে। দুই টার্মে অর্থাৎ ৯টি অর্থবছরে জেলায় প্রায় পাঁচশ’ কোটি টাকার উন্নয়ন কাজ ইতোমধ্যেই বাস্তবায়ন করেছে। সম্পন্ন হওয়া প্রকল্পের মধ্যে রয়েছে পল্লী অবকাঠামো উন্নয়ন, সেচ প্রকল্প বাস্তবায়ন, দরিদ্র নারীদের কর্মসংস্থান, অসচ্ছল মুক্তিযোদ্ধাদের বাসস্থান নির্মাণ, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ ও সেতু নির্মাণ করা হয়েছে। এছাড়া দরিদ্র নারীদের কর্মসংস্থান সৃষ্টিতে ৯টি সেক্টর পুনর্জীবিত করা হয়েছে। জেলা সদরের চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাহেবের ঘাট এলাকায় মহানন্দা নদীর ওপর শেখ হাসিনা সেতু নির্মাণ করে ৭টি চরাঞ্চলের ইউনিয়নকে জেলা সদরের সঙ্গে একীভূত করা সম্ভব হয়েছে। এর ফলে শতাব্দীর পর শতাব্দী ধরে সুবিধাবঞ্চিত চরবাসীর জীবন যাত্রাতে আধুনিকতার ছোঁয়া পেয়েছে। বদলে গেছে তাদের জীবনযাত্রী। অপরদিকে ৩৪৩ কোটি ৬ লাখ ৯৭ হাজার টাকা ব্যয়ে প্রায় ৮শ’ কিলোমিটার সড়ক উন্নয়ন করা হয়েছে। ক্ষুদ্রাকার পানি সম্পদ সেক্টরে ১৫ কোটি ৫০ লাখ ৮৫ হাজার টাকা ব্যয়ে ১৪টি সেচ অবকাঠামো ও পানি নিষ্কাশন ক্যানেল নির্মাণ করায় কৃষি খাতে পানি সমস্যা লাঘব হয়েছে বিশাল এলাকাজুড়ে কৃষি বিপ্লব সম্পন্ন হবার ফলে ফলন বেড়ে দ্বিগুণ হয়েছে। যার সুবিধা ভোগ করছে প্রান্তিক চাষীরা। পাশাপাশি ভূ-গর্ভস্থ পানির চাপ অনেকাংশে কমে এসেছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট এলাকার চাষীরা। ১০১ কোটি ৮১ লাখ ৩২ হাজার টাকা ব্যয়ে নানান ধরনের সেতুসহ ২৭৯৮ মিটার অন্যান্য সেতু ও কার্লভাট নির্মাণ করায় গ্রামীণ জনপদের যোগাযোগ ব্যবস্থায় আমলে পরিবর্তন এসেছে। ৪ কোটি ১৭ লাখ ৭১ হাজার টাকা ব্যয়ে ২৭টি হাট বাজার উন্নয়ন করা হয়েছে। বিশেষ করে গ্রামীণ অঞ্চলের হাট বাজার উন্নয়নে এলজিডি বিশেষ ভূমিকা রাখার কারণে বর্ষা ও বন্যা মৌসুমে সাধারণ মানুষ একদিকে কেনা বেচা ও অপরদিকে হাতের কাছে তৈরি কৃষি পণ্য বিক্রি করে আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ পেয়েছে। ১১ কোটি ১০ লাখ ৭৩ হাজার টাকা ব্যয়ে তিন উপজেলায় কমপ্লেক্স ভবন সম্প্রসারণ, ৫ কোটি ৩৭ লাখ টাকা ব্যয়ে ৮টি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ, ৫ কোটি ২৩ লাখ ৯৮ হাজার টাকা ব্যয়ে তিন উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ, ২ কোটি ৫৮ লাখ ৫ হাজার টাকা ব্যয়ে ৩৪ জন ভূমিহীন অসচ্ছল মুক্তিযোদ্ধার বাসস্থান নির্মাণ এবং ১৯ লাখ ২৯ হাজার টাকা ব্যয়ে একটি বাঁধ নির্মাণ করা হয়েছে। এলজিডির নির্বাহী প্রকৌশলী জানান তাদের উন্নয়ন কর্মকা-ের মধ্যে নানামুখী দিকনির্দেশনা দিয়ে যাচ্ছে মহানন্দা নদীর ওপর একটি সেতু নির্মাণ করায়। যা আসাধ্য সাধনের পর্যায়ে পড়ে। ৫৫ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে ৫৪৬ মিটার দৈর্ঘ্যরে এই সেতু নির্মাণের ফলে এক মহাবিপ্লব সাধিত হয়েছে। যা এই সরকারের চাঁপাইনবাবগঞ্জে একটি লাইম লাইট প্রকল্প বললেও ভুল হবে না।
×