ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সিটি কর্পোরেশন নির্বাচন

বরিশালে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক কাউন্সিলর প্রার্থী হতে পারবেন না

প্রকাশিত: ০৩:৫৮, ১১ নভেম্বর ২০১৭

বরিশালে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক কাউন্সিলর প্রার্থী হতে পারবেন না

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ মহানগরের ৩০টি ওয়ার্ডে আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরা দলীয় স্বপদে বহাল থেকে আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর হিসেবে প্রার্থী হতে পারবেন না। যারা কাউন্সিলর পদে নির্বাচন করবেন তাদের নিজ নিজ পদ থেকে অব্যাহতি দিতে হবে। গত সিটি নির্বাচনে বরিশালে আওয়ামী লীগ প্রার্থীর পরাজয়ের নেপথ্যের কারণ খুঁজে এমনই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল। আসন্ন সিটি কর্পোরেশনের নির্বাচনকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মহানগর শাখার নেতৃবৃন্দ অধিক গুরুত্ব দিয়ে দল যাকেই মনোনয়ন দেবে সে প্রার্থীর শতভাগ বিজয় নিশ্চিত করতে ইতোমধ্যে নানান পরিকল্পনা গ্রহণ করেছেন। বেশ কয়েকদিন থেকে প্রায় প্রতিদিনই চলছে নগরীর বিভিন্ন ওয়ার্ডে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী। পাশাপাশি গত সিটি নির্বাচনে বরিশালে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পরাজয়ের নেপথ্যের কারণগুলো খুঁজে বের করার কাজও চলছে। সেসব কারণের মধ্যে উল্লেখ্যযোগ্য হচ্ছে ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরা দলীয় পদে বহাল থেকে কাউন্সিলর প্রার্থী হয়ে নিজেদের ভোটের জন্য কাজ করা। আর এ কারণেই আসছে সিটি কর্পোরেশন নির্বাচনের আগেভাগেই মহানগরের ৩০টি ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের দলীয় পদে বহাল থেকে কাউন্সিলর প্রার্থী না হওয়ার জন্য প্রাথমিকভাবে হুঁশিয়ার করে দেয়া হয়েছে।
×