ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বীর প্রতীক হাবিবুল আলমকে র‌্যাবের জিজ্ঞাসাবাদ

প্রকাশিত: ০৮:০৭, ১০ নভেম্বর ২০১৭

বীর প্রতীক হাবিবুল আলমকে র‌্যাবের জিজ্ঞাসাবাদ

স্টাফ রিপোর্টার ॥ বীর প্রতীক হাবিবুল আলমকে একটি প্রতারক চক্রের সঙ্গে যোগাযোগ থাকার সন্দেহে র‌্যাব কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে রাতে ছেড়ে দিয়েছে র‌্যাব। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে তাকে ঢাকার বাংলামোটরের ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক লিমিটেডের (আইএসএন) নিজ কার্যালয় থেকে র‌্যাব-১ এর উত্তরার কার্যালয়ে নিয়ে যান র‌্যাব সদস্যরা। হাবিবুল আলম আইএসএনের ব্যবস্থাপনা পরিচালক। র‌্যাবের মুখপাত্র কমান্ডার মুফতি মাহমুদ খান জানান, বাংলাদেশে অবস্থানরত আফ্রিকার একটি প্রতারক চক্রের সঙ্গে হাবিবুল আলমের বিভিন্নভাবে যোগাযোগ থাকার তথ্য মিলেছে। সেই তথ্য যাচাই-বাছাই করতেই তাকে নেয়া হয়েছিল। চক্রটি বিদেশে লোক পাঠানোর নামে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। কি প্রেক্ষাপটে চক্রের সঙ্গে যোগাযোগ হয়েছে তা জানতেই তাকে নেয়া হয়। পরে রাতে তাকে ছেড়ে দেয়া হয়েছে। হাবিবুল আলম একাত্তরে ঢাকায় অভিযান পরিচালনাকারী গেরিলা দল ক্র্যাক প্লাটুনের সদস্য ছিলেন।
×