ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ওয়ার্নারই সবচেয়ে ভয়ঙ্কর

প্রকাশিত: ০৫:৫৫, ১০ নভেম্বর ২০১৭

ওয়ার্নারই সবচেয়ে ভয়ঙ্কর

স্পোর্টস রিপোর্টার ॥ এ্যাশেজের লড়াই শুরু হতে এখনও দুই সপ্তাহ বাকি। প্রস্তুতি ম্যাচ খেলে নিজেকে ঝালিয়ে নেয়ার সুযোগ পেয়েছে ইংল্যান্ডরা। ২৩ নবেম্বর ব্রিসবেনের গ্যাবায় এ্যাশেজের প্রথম টেস্ট শুরু হবে। এর আগে তিন প্রস্তুতি ম্যাচে নিজেদের শক্তিমত্তা পরখ করে নেয়ার সুযোগ সফরকারীদের। কিন্তু স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নানাবিধ কারণে পরীক্ষাটা সহজ হবে না ইংল্যান্ড দলের। এমনটা অনেকেই মনে করছেন। আর সে কারণে ইংল্যান্ডের ক্রিকেট বিশ্লেষকরা এখন অসিদের শক্তিমত্তার চুলচেরা বিশ্লেষণ করছে। সফরকারী ক্রিকেটাররাও ভাবছেন প্রতিপক্ষদের নিয়ে। অভিজ্ঞ পেসার স্টুয়ার্ট ব্রড মনে করছেন ইংলিশ বোলারদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবেন অসি ওপেনার ডেভিড ওয়ার্নার। ব্রডের দাবি এ মারকুটে স্বভাবের ব্যাটসম্যানই অসি ব্যাটিং লাইনআপে সবচেয়ে ভয়ঙ্কর। অস্ট্রেলিয়া সফরের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলছে ইংল্যান্ড ক্রিকেট দল। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুইদিনের প্রথম প্রস্তুতি ম্যাচ শেষে এখন তিনদিনের ম্যাচে তাদের ঝালিয়ে নেয়ার সুযোগ হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিরুদ্ধে। তবে এর মধ্যেই ইনজুরির থাবা শুরু হয়েছে ইংলিশদের তাঁবুতে। নির্ভরযোগ্য অলরাউন্ডার বেন স্টোকসকে ছাড়া আসতে হয়েছে, তার বিকল্প হিসেবে আসা পেসার স্টিভেন ফিনকেও ছিটকে যেতে হলো ইনজুরিতে। তাই শক্তি বৃদ্ধির পরিবর্তে উল্টো হ্রাস পাচ্ছে ইংলিশদের। আবারও বিকল্প খেলোয়াড়ের কথাই ভাবতে হবে তাদের। এর মধ্যে যথারীতি শুরু হয়েছে কথার লড়াই। সেই লড়াইয়ে অবশ্য যোগ দেয়নি ইংল্যান্ড। কিছুদিন আগেও ওয়ার্নার দাবি করেছেন এ্যাশেজ মানেই একটা যুদ্ধ এবং সেই যুদ্ধে তিনি যতটা সম্ভব ঘৃণার আগুন ছড়াতে চান। তবে ব্রড সে সময় নিস্পৃহ থেকেছেন এবং উল্টো জানান, খেলাটা কোনভাবেই যুদ্ধ মনে করেন না তিনি। ওয়ার্নারের আগুনে স্বভাবের প্রতিক্রিয়ার বিষয়টি নিয়ে বেশ ভালভাবেই জানা আছে ব্রডের। এ ওপেনার মাঠে এবং মাঠের বাইরে সমান পারদর্শী কঠিনভাবে কথা বলতে। তার বিষয়ে ব্রড বলেন, ‘আমি মনে করি যে কারও ওয়ার্নারের বিরুদ্ধে নতুন বলে যতক্ষণ সম্ভব বোলিং করা উচিত। কারণ এটাই তাকে আউট করার সুযোগ বাড়িয়ে তুলবে। কিন্তু অবশ্যই তার জন্য প্ল্যান বি থাকতে হবে। অন্য যে কোন ব্যাটসম্যানের চেয়ে ওয়ার্নারের জন্য অনেক কার্যকরী এবং ভাল একটা প্ল্যান বি প্রয়োজন।’ ওয়ার্নারের যুদ্ধংদেহী ঘোষণা অবশ্য ইংল্যান্ডের অধিনায়ক জো রুটকেও কিছুটা হতচকিত করেছিল। তিনি ইংল্যান্ড ত্যাগের আগে এটিকে মাত্রাতিরিক্ত বলে অভিহিত করেন। তবে ব্রড সে সময় বুঝিয়েছেন যে একটি দলকে বড় করে তোলার জন্য ওয়ার্নারের মতো মনোভাব প্রয়োজন আছে। এ বিষয়ে ব্রড বলেন, ‘সে এমন একজন যে কিনা দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়।’
×