ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নাটোরে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা ॥ আটক ২

প্রকাশিত: ০৫:৪৬, ১০ নভেম্বর ২০১৭

নাটোরে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা ॥ আটক ২

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ৯ নবেম্বর ॥ নাটোরে যুবলীগ কর্মী অঙ্গন আহমেদকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ১০টার দিকে শহরের কান্দিভিটুয়া এলাকায় টিবি হাসপাতালের সামনে এই ঘটনা ঘটে। নিহত অঙ্গন নলডাঙ্গা উপজেলার পাটুল গ্রামের আব্দুর রফিকের ছেলে। এ ঘটনায় রাতেই অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে পুলিশ। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিকদার মশিউর রহমান জানান, রাতে শহরের কান্দিভিটুয়া এলাকায় টিবি হাসপাতালের কাছে আড্ডা দেয়ার সময় একদল দুর্বৃত্ত যুবলীগকর্মী অঙ্গনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর রাতেই ঘটনার সঙ্গে জড়িতদের আটকে পুলিশী অভিযান শুরু হয়। অভিযানে কান্দিভিটুয়া এলাকার সাইফুল ইসলামের ছেলে সবুজ হোসেন ও একই এলাকার মৃত আজিম প্রামাণিকের ছেলে মোজাহার প্রামাণিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। আটককৃতদের বর্তমানে সদর থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় এখনও কোন মামলা দায়ের করা হয়নি বলে তিনি জানান। এ বিষয়ে জেলা যুবলীগ সাধারণ সম্পাদক রুহুল আমীন বিপ্লব নিহত অঙ্গন আহমেদ জেলা যুবলীগের একজন সক্রিয় কর্মী বলে দাবি করে বলেন, কে বা কারা তাকে হত্যা করেছে সে বিষয়ে তিনি কিছু জানেন না। বিষয়টি পুলিশ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এমনটাই আশা করেন তিনি। নাটোর সদর হাসপাতালে আবাসিক চিকিৎসক ডাঃ আবুল কালাম আজাদ বলেন, রাতে স্থানীয়রা অঙ্গনকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। গলায়, হাতে, মুখে ও ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার কারণে অতিরিক্ত রক্তক্ষরণেই অঙ্গনের মৃত্যু হয়েছে বলে জানান তিনি।
×