ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টু করো- খ ব র

প্রকাশিত: ০৫:৪৩, ১০ নভেম্বর ২০১৭

টু করো- খ ব র

১৮ বছরের কারাদন্ড স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে অস্ত্র ও বিস্ফোরক মামলায় দুই আসামিকে ১৮ বছর করে কারাদন্ড প্রদান করেছে আদালত। দন্ডিতরা হলেন ওমর ফারুক ও শওকত হোসেন। বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় জননিরাপত্তা ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হোসনে আরা এ রায় প্রদান করেন। রায়ে অপরাধ প্রমাণিত না হওয়ায় ২ আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে। জানা যায়, ২০০০ সালের ২৮ জুলাই নগরীর কোতোয়ালি থানার সিনেমা প্যালেস এলাকা থেকে গ্রেফতার করা হয় এ ২ সন্ত্রাসীকে। তারা সেখানে বড় ধরনের অপরাধ সংঘটিত করার প্রস্তুতি নিয়েছিল। খবর পেয়ে পুলিশের একটি দল তাদের গ্রেফতারের জন্য সেদিকে যায়। এ সময় তারা একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশ সেখান থেকে এই দুই আসামি ছাড়াও উদ্ধার করে ৩টি ককটেল, ১টি এলজি এবং এক রাউন্ড গুলি। এ ঘটনায় কোতোয়ালি থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের হয়। হোতার মা-বাবা, বোন ও ভাবি গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ৯ নবেম্বর ॥ গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে কালকিনি উপজেলার মিয়ারহাট মৃধাকান্দি থেকে আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের মূলহোতা লিবিয়ায় জিম্মিকারী মিরাজের মা-বাবা, বোন-ভাবিকে গ্রেফতার করেছে র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের একটি দল। এরা হলেন- মিরাজের পিতা হাসেন হাওলাদার, মা হেনা বেগম, বোন ময়না আক্তার এবং ময়না বেগম। র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কমান্ডার মেজর রাকিবুজ্জামান বলেন, বুধবার গভীর রাতে কালকিনির মিয়ারহাট মৃধাকান্দি অভিযান চালিয়ে আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের সক্রিয় ৪ সদস্যকে গ্রেফতার করা হয়। মিরাজ একজন মানব পাচারকারী। সে লিবিয়ায় বসে মানুষকে জিম্মি করে লাখ লাখ টাকা আদায় ও বিভিন্ন দেশে মানব পাচার করে। দেশে অবস্থানরত মিরাজের বাবা, মা, বোন ও ভাবির মাধ্যমে লাখ লাখ টাকা মুক্তিপণ আদায় করে প্রতারকচক্রটি। মিরাজের ভাবি সে দেশে বসে মুক্তিপণের টাকা আদায় করত এবং তার হিসাব নম্বরে গত ছয় মাসে ত্রিশ লাখের বেশি মুক্তিপণের টাকা জমা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মানবপাচার ও অর্থ আত্মসাত আইনে থানায় মামলা হয়েছে এবং তাদের থানায় হস্তান্তর করা হয়েছে। ৬ দিন পর কবর থেকে লাশ উত্তোলন নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ৯ নবেম্বর ॥ আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের খাতাপাড়া এলাকার নিহত প্রাণিসম্পদ কর্মকর্তা ওসমান গনি রাজুর (৪০) মরদেহ ৬ দিন পর উত্তোলন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নিজস্ব পারিবারিক কবরস্থান থেকে মরদেহ উত্তোলন করা হয়। নিহত ওসমান গনি রাজু ওই এলাকার আফতাব উদ্দিনের ছেলে। তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। থানা পুলিশ জানান, গত শনিবার কর্মস্থল গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে বাসযোগে রংপুরে আসছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা ওসমান গণি রাজু। এ সময় ওই বাসে অজ্ঞান পার্টির চক্রটি তাকে অজ্ঞান করে পকেটে থাকা অর্থ হাতিয়ে নেয়। বাসের লোকজন আহত অবস্থায় রাজুকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় ওই দিন রংপুর কোতোয়ালি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়। কিন্তু পারিবারিক চাপে সেই সময় লাশের ময়নাতদন্ত না করে গ্রামের বাড়ি লালমনিরহাটের খাতাপাড়ায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।কিন্তু কোতোয়ালি থানায় অপমৃত্যু মামলাটি হত্যা মামলা হিসেবে আমলে নেয় পুলিশ। যার প্রেক্ষিতে নিহত রাজুর ময়নাতদন্ত রিপোর্টের জন্য মরদেহ উত্তোলনের নির্দেশ প্রদান করে আদালত। বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামানের উপস্থিতিতে ৬ দিন পর মরদেহটি উত্তোলন করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। নৌকাডুবে শিশুর মৃত্যু স্টাফ রিপোর্টার, নরসিংদী ॥ নৌকা ডুবে সুরাইয়া (১বছর) নামে এক শিশুর মৃত্যু ও অপর এক মহিলা নিখোঁজ রয়েছে । নরসিংদী বাজারের বিপীন সাহার ঘাট সংলগ্ন হাড়িধোয়া নদীতে বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। জানা গেছে নরসিংদী সদর উপজেলার দুর্গমচর এলাকা নজরপুর যাবার পথে লোকমান মিয়ার নৌকাটিকে বিপরীত দিক থেকে আসা রায়পুরা উপজেলার পলাশতলী ইউনিয়নের চরফুলদী গ্রামের ছিদ্দীক মিয়ার নৌকাটি সজোরে ধাক্কা দেয় । এতে ঘটনাস্থলেই নজরপুরগামী নৌকাটি ডুবে যায় । এতে নৌকার যাত্রী তোফাজ্জল হোসেনের শিশুকন্যা সুরাইয়া পানিতে পড়ে মারা যায়। ডুবে যাওয়া নৌকায় চাল, ডাল, ভুষিসহ ৭০ বস্তা মুদি মাল ছিল । ইঁদুর মারার ফাঁদে কৃষকের মৃত্যু স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বসতঘরের পাশে আবাদকৃত ধান ক্ষেতে ইঁদুরের আক্রমণ থেকে ফসল রক্ষার জন্য ইঁদুর মারার জন্য ফাঁদ পেতে রাখা বিদ্যুতের তারে জড়িয়ে নুরুল ইসলাম (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে জেলার উজিরপুর পৌর এলাকার পূর্ব পরমানন্দসাহা এলাকায়। নুরুল ইসলাম ওই এলাকার মৃত রহমালী হাওলাদারের পুত্র। জানা গেছে, গত চারদিন থেকে ইঁদুর মারার জন্য নুরুল ইসলাম তার বসতঘর থেকে বিদ্যুতের লাইন নিয়ে জমিতে বিদ্যুতের ফাঁদ পেতে রাখে। বৃহস্পতিবার সকালে বিদ্যুত লাইন বন্ধ না করেই নুরুল ইসলাম তার ক্ষেতে প্রবেশ করলে বিদ্যুতের তারে জড়িয়ে সে মারা যায়। ‘সততা স্টোর’ উদ্বোধন স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) উচ্চ বিদ্যালয়ে ‘সততা স্টোর’ চালু হয়েছে। ব্রি’র মহাপরিচালক ড. শাহজাহান কবির বৃহস্পতিবার বিকেলে ওই স্টোর উদ্বোধন করেন। মহাপরিচালক বলেন, জীবনে সততার কোন বিকল্প নেই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে যে সোনার বাংলা গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন, সেই সোনার বাংলা গড়তে শিক্ষার্থীদের সততা ও নিষ্ঠাবান হতে হবে। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখের আলী দেওয়ানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্রি’র পরিচালক ড. মোঃ আনছার আলী ও ড. তমাল লতা আদিত্য প্রমুখ। পরে তিনি শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতা উপভোগ করেন এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অপহরণকারীকে গণধোলাই নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ৯ নবেম্বর ॥ জয়পুরহাট সদর উপজেলার দাদরা সরকারী প্রাথমিক বিদ্যালয় হতে সামিয়া আকতার সানি নামে তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় অপহরণকারীকে গণধোলাই দিয়ে পুলিশে দেয়। অপহরণকারী সোহেল রানা (৩২) জেলার আক্কেলপুর উপজেলার রুকিন্দিপুর গঙ্গাপ্রসাদ গ্রামের আব্দুর রহিমের ছেলে। পুলিশ ও এলাকাবাসী জানান, বৃহস্পতিবার সকালে ৯টার দিকে দাদরা গ্রামের শফিকুল ইসলামের মেয়ে সানিকে স্কুলে রেখে বাড়ি ফেরার সময় স্কুল থেকে কিছু দূরে রাস্তার ধারে একটি চা দোকানে চা পান করছিলেন। এ সময় তার মেয়েকে নিয়ে এক যুবক রাস্তার পাশে থাকা একটি মাইক্রোবাসে ওঠানোর চেষ্টা করে। মেয়ের চিৎকারে তার বাবা এগিয়ে গেলে মাইক্রোবাস দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় এলাকাবাসী ওই মাইক্রোবাস আটকিয়ে অপহরণকারী সোহেল রানাকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। মাদক বিক্রেতা ফের আটক স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ পুলিশের হাতে গ্রেফতার হাতকড়া নিয়ে পালিয়ে যাওয়া মাদক বিক্রেতা জিকরুল হককে (৩২) আট ঘণ্টা তল্লাশি চালিয়ে পুনরায় গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। সে ডিমলা উপজেলার ঝুনাগাছ চাঁপানি ইউনিয়নের দক্ষিণ সোনাখুলী গ্রামের নছিম উদ্দিনের ছেলে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠনো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার বিকেল ৫টার দিকে ডিমলা থানার দুজন এসআইসহ চার পুলিশ সদস্য মাদক বিক্রির সময় জিকরুক হককে তার নিজ বাড়ি হতে দুই বোতল ফেনসিডিলসহ আটক করে। এসময় মাদক ক্রয়ের জন্য আসা রাজা নামের জনৈক ব্যক্তি তার মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পুলিশ সেই মোটরসাইকেলটি জব্দ করে। এরপর পুলিশ আটক মাদক বিক্রেতাকে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যাওয়ার সময় কৌশল অবলম্বনে পেটে ব্যথা চিৎকার দিয়ে মাটিতে শুয়ে পড়ে। এই অবস্থায় পুলিশ হাতকড়া পরা অবস্থায় তার হাত ছেড়ে দেয়। আর এই সুযোগে সে উঠে দৌড় দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় প্রায় ৮ ঘণ্টা ধরে পুলিশ বিভিন্নস্থানে তল্লাশি চালাতে থাকে। এরপর ঘটনাস্থল হতে প্রায় ১০ কিলোমিটার দূরে জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের একটি বাড়ি থেকে রাত ১২টার দিকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। রাঙ্গামাটিতে অগ্নিকান্ড নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ৯ নবেম্বর ॥ আলম ডক ইয়ার্ড এলাকায় বৃহস্পতিবার সকালে ভয়াবহ অগ্নিকা-ে ৪টি দোকানসহ ছোট বড় ৩০ টি বসতবাড়ি ভস্মীভূত হয়েছে। ওই দিন সকাল ১১ টার দিকে অগ্নিকা-ের সূত্রপাত হয়েছে। এলাকাবাসী ও ফায়ার সাভিসের কর্মীরা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। জনৈক আলু ব্যাপারীর বাসার বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জানান। প্রেমিক জখম নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ৯ নবেম্বর ॥ কালকিনিতে প্রেমিকার বিয়েতে বাধা দেয়ায় ইমরান নামের এক প্রেমিককে কুপিয়ে জখম করেছে প্রেমিকার ভাই। তাকে আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে পূর্বদর্শনা গ্রামের সিরাজ দেওয়ানের ছেলে। এ হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে বিক্ষোভ সমাবেশ করেছে প্রেমিকের পরিবার। জানা গেছে, উপজেলার ডাসার এলাকার শশীকর শহীদ স্মৃতি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ইমরান দেওয়ানের সঙ্গে দর্শনা বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রীর দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। কিন্তু ওই প্রেমিকার পরিবার হঠাৎ করে অন্য জায়গায় বিয়ে ঠিক করেন। এ বিয়ে না হওয়ার জন্য বাধা প্রদান করেন প্রেমিক ইমরান। এতে ক্ষিপ্ত হয়ে বুধবার বিকেলে ওই প্রেমিকার ভাই রিপন সরদার তার লোকজন নিয়ে ইমরানকে তার নিজ ঘরে ঢুকে কুপিয়ে জখম করে ফেলে রাখে।
×