ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এনজিওকে সমন্বয়ের আওতায় আনা হবে ॥ মেয়র

প্রকাশিত: ০৫:৪১, ১০ নভেম্বর ২০১৭

এনজিওকে সমন্বয়ের আওতায় আনা হবে ॥ মেয়র

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম নগরীতে স্বাস্থ্যসেবায় বিচ্ছিন্নভাবে নিয়োজিত বেসরকারী সংস্থাগুলোতে জবাবদিহিতা এবং সমন্বয়ের আওতায় নিয়ে আসা হবে। কাক্সিক্ষত সুফল পেতে পরিকল্পিতভাবে কাজ করা প্রয়োজন। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম নগর ভবনে আয়োজিত স্বাস্থ্য সেবা কার্ড বিতরণ অনুষ্ঠানে এই ইচ্ছার কথা ব্যক্ত করেন মেয়র আ জ ম নাছির উদ্দিন। চসিক মেয়র বলেন, নগরীতে সরকারের স্বাস্থ্য বিভাগ, সিটি কর্পোরেশন এবং বিভিন্ন এনজিও স্বাস্থ্য সেবা প্রদান করছে। কিন্তু এ কার্যক্রমের মধ্যে সমন্বয় নেই। সমন্বিতভাবে কাজ করলেই মানুষ বেশি উপকৃত হবে। এনজিওগুলোকে ডেকে এক্ষেত্রে সমন্বিত উদ্যোগ নেয়ার পরিকল্পনা রয়েছে কর্পোরেশনের। অনুষ্ঠানে চসিক মেয়র ও কনসার্ন ওয়ার্ল্ডওয়াইডের কান্ট্রি ডিরেক্টর একেএম মুসা নিজ নিজ পক্ষে সমঝোতা স্মারকে সাক্ষর করেন। স্বাগত বক্তৃতা করেন চসিকের শিক্ষা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি নাজমুল হক ডিউক। মূল বিষয় উপস্থাপন করেন কনসার্নের কনসোর্টিয়াম ম্যানেজার ইমরানুল হক। অতিথি ছিলেন চসিক নির্বাহী কর্মকর্তা মোঃ শামসুদ্দোহা।
×