ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ছিনতাইকারীর হাতে বেসরকারী কর্মকর্তা নিহত

প্রকাশিত: ০৫:৪০, ১০ নভেম্বর ২০১৭

ছিনতাইকারীর হাতে বেসরকারী কর্মকর্তা নিহত

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ৯ নবেম্বর ॥ কুমিল্লা নগরীতে আমিনুর রহমান নামের বেসরকারী প্রতিষ্ঠানের এক কর্মকর্তা ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হওয়ার পর বুধবার রাত সোয়া ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে। নিহত আমিনুর রহমান মাগুরা জেলার শালিখা উপজেলার শতখাটা গ্রামের ওমর আলীর ছেলে। সে নেলসন বাংলাদেশ কোম্পানির ফিল্ড কর্মকর্তা হিসেবে তথ্য সংগ্রহ করতে সহকর্মীদের সঙ্গে কুমিল্লা নগরীতে এসেছিলেন। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে বৃহস্পতিবার ভোরে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নগরীর দক্ষিণ চর্থা এলাকা থেকে জামাল হোসেন নামের এক ব্যক্তিকে আটক করেছে। পুলিশ জানায়, ঢাকা থেকে নেলসন বাংলাদেশ কোম্পানির পক্ষ থেকে মা, শিশু ও স্বাস্থ্য বিষয়ক তথ্য সংগ্রহ করতে ৫ জনের একটি দল কুমিল্লা আসে। বুধবার নগরীর চর্থা এলাকায় তথ্য সংগ্রহের কাজ শেষে আমিনুর রহমান (৪০) ও তার এক সহকর্মী বিকেল ৩টার দিকে একটি অটোরিক্সাযোগে কান্দিরপাড়ে আসার পথে নগরীর চর্থা থেকে ৩/৪ ছিনতাইকারী তাদের পিছু নেয়। এ সময় তার সঙ্গে সুবর্ণা নামে আরও এক সহকর্মী ছিলেন। তারা রাণীরদীঘির পাড় পৌঁছলে ছিনতাইকারীরা আক্রমণ করে প্রথমে টাকা চায় এবং পরে টাকা না পেয়ে হাত থেকে দুইটি ট্যাব ছিনিয়ে নেয়। এ সময় ছিনতাইকারীদের সঙ্গে বাগ্বিতন্ডার একপর্যায়ে আমিনুর রহমানকে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা আহত ওই কর্মকর্তাকে উদ্ধার করে কুমেক হাসপাতালে নেয়ার পর তার অবস্থার অবনতি ঘটায় আশঙ্কাজনক অবস্থায় ঢামেকে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে রাত সোয়া ১১টার দিকে তার মৃত্যু হয়েছে।
×