ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শিশু হত্যার দায়ে দুই জনের যাবজ্জীবন

প্রকাশিত: ০৫:৩৮, ১০ নভেম্বর ২০১৭

শিশু হত্যার দায়ে দুই জনের যাবজ্জীবন

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৯ নবেম্বর ॥ জমি নিয়ে বিরোধের জের ধরে এক প্রতিবেশীকে ফাঁসাতে নাদিরা বেগম (৫) নামে এক শিশুকে শ^াসরুদ্ধ করে হত্যার দায়ে বৃহস্পতিবার মাজেদা খাতুন ও তারই ভাবী তহমিনা খাতুন নামে দুই নারীকে যাবজ্জীবন সশ্রম কারাদ- ও ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ হায়দায় আলী । দন্ডিতরা হলো, ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার চাঁদগাঁও গ্রামের মৃত তারাবুদ্দীনের স্ত্রী মাজেদা খাতুন ও তারই সৎ ভাই ভুবন আলীর স্ত্রী তহমিনা খাতুন। উল্লেখ্য, চাঁদগাঁও গ্রামের মহসিন আলীর সঙ্গে প্রতিবেশী মাজেদা খাতুনের মধ্যে পাঁচ শতক জমি নিয়ে বিরোধ চলছিল। উক্ত বিরোধের জের ধরে প্রতিবেশী মহসিনকে মামলায় ফাঁসাতে মাজেদা খাতুন পরিকল্পনা আটে এবং ২০১৪ সালের ১৭ এপ্রিল মাজেদা ও তার সৎ ভাইয়ের স্ত্রী তহমিনা শিশুটির গলায় শাড়ির আঁচল পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে।
×