ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সড়ক দুর্ঘটনা

ঠাকুরগাঁওয়ে কৃষি কর্মকর্তা ও কিশোর নিহত

প্রকাশিত: ০৫:৩৭, ১০ নভেম্বর ২০১৭

ঠাকুরগাঁওয়ে কৃষি কর্মকর্তা ও কিশোর নিহত

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৯ নবেম্বর ॥ শহরের প্রাণকেন্দ্র জজকোর্ট ও ডিসি অফিসের সামনে সড়ক দুর্ঘটনায় রমেশ চন্দ্র রায় (৫৬) নামের এক উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেল আরোহী ওই কর্মকর্তা নিহত হন। সদর উপজেলার আকচা ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা রমেশ চন্দ্র রায় দিনাজপুর জেলার খানসামা উপজেলার গুনিয়ারা গ্রামের জগেশ চন্দ্র রায়ের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, রমেশ চন্দ্র রায় জজকোর্ট প্রাঙ্গণ থেকে মোটরসাইকেল চালিয়ে রাস্তায় ওঠার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে সংজ্ঞা হারিয়ে ফেলেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার সুব্রত কুমার জানান, অনেক চেষ্টার পরও আহত রমেশ চন্দ্র রায়ের জ্ঞান ফেরানো সম্ভব হয়নি। এদিকে সদর উপজেলার বড় খোঁচাবাড়ি নামক স্থানে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী এক কিশোর নিহত হয়েছে। তার সহযাত্রী অপর কিশোরকে গুরুত্বর আহত অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে সাইকেল চালিয়ে শহর থেকে তাদের নিজ বাড়ি সিঙ্গিয়া গ্রামের দিকে যাচ্ছিল। এ সময় বড় খোঁচাবাড়ির অটোরাইস মিলের কাছে দ্রুতগামী একটি ট্রাক পেছন দিক থেকে ধাক্কায় গুরুত্ব আহত হয় জাহিদুল (১৫) ও রাকিব (১৩)। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাহিদুলকে মৃত ঘোষণা করেন এবং আহত রাকিবের অবস্থার অবনতি ঘটলে তাকে রংপুর মেডিক্যালে রেফার্ড করা হয়। জাহিদুল সদর উপজেলার সিঙ্গিয়া গ্রামের আসাদুল ইসলামের ছেলে এবং রাকিব একই গ্রামের মজনু রহমানের পুত্র। নেত্রকোনায় সেবায়েত নিজস্ব সংবাদদাতা নেত্রকোনা থেকে জানান, বারহাট্টা উপজেলা সদরের ডাকবাংলো এলাকায় প্রাণ কোম্পানির কাভার্ডভ্যানের ধাক্কার এক মোটরসাইকেল আরোহী নিহত ও অপর একজন গুরুতর আহত হয়েছেন। নিহতের নাম খোকন দাস ব্রহ্মচারী (২৬)। তার বাড়ি কক্সবাজারের মহেশখালিতে। অপরদিকে আহত ব্যক্তির নাম চৈতন্য দাস ব্রহ্মচারী (৩০)। তারা দু’জনই নেত্রকোনা শহরের সাতপাই এলাকায় ইসকন পরিচালিত শ্রী শ্রী জগন্নাথ বল্লভ মন্দিরের সেবায়েত। চৈতন্য দাস ব্রহ্মচারীকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, ইসকন মন্দিরের ওই দু’জন সেবায়েত বুধবার সন্ধ্যার পর বারহাট্টা থেকে মোটরসাইকেলযোগে নেত্রকোনা সদরে ফিরছিলেন। বারহাট্টা উপজেলা সদরের ডাকবাংলো এলাকায় প্রাণ কোম্পানির একটি কাভার্ডভ্যান পেছন থেকে তাদের চাপা দেয়। এতে দু’জনই গুরুতর আহত হন। পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত আটটার দিকে খোকন দাস ব্রহ্মচারী মারা যান। দোহারে চালক সংবাদদাতা দোহার-নবাবগঞ্জ, ঢাকা থেকে জানান, ঢাকার দোহার উপজেলার বটিয়া এলাকায় সড়ক দুর্ঘটনার সোহান চোকদার (২৫) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। তিনি উপজেলার ঝনকি গ্রামের বোরহান চোকদারের ছেলে। জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সোহান তার বাড়ি থেকে জয়পাড়া যাওয়ার পথে বটিয়া এলাকায় পৌঁছলে বিপরীত থেকে আসা একটি ট্রাক চাপা দিলে মোটরসাইকেলটি ছিটকে গেলে সোহান মাথায় প্রচ-ভাবে আঘাতপ্রাপ্ত হন। পরে স্থানীয়রা গুরুত্বর অবস্থায় তাকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানান। জামালপুরে শিশু নিজস্ব সংবাদদাতা জামালপুর থেকে জানান, জামালপুর-মেলান্দহ সড়কের মালঞ্চ এলাকায় বৃহস্পতিবার দুপুরে সড়ক দুর্ঘটনায় ইজিবাইকের যাত্রী মনিকা বেগম (৯) নামে এক শিশু নিহত এবং অজ্ঞাত এক যাত্রী গুরুতর আহত হয়েছে। গুরুতর আহত ওই যাত্রীকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে দ্রুতগামী একটি কাভার্ডভ্যানের ধাক্কায় ইজিবাইক উল্টে যায়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেয়ার পথে মনিকা বেগম মারা যায়। তার বাড়ি মেলান্দহ উপজেলার মালঞ্চ এলাকায়। অজ্ঞাত অপর যাত্রীকে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পিরোজপুরে সাত পরীক্ষার্থী আহত নিজস্ব সংবাদদাতা পিরোজপুর থেকে জানান, ইন্দুরকানীতে ব্যাটারিচালিত ইজিবাইক উল্টে ৭ পরীক্ষার্থী আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার দক্ষিণ ইন্দুরকানী গোটাউন এলাকায় এ ঘটনাটি ঘটে। আহতরা হলেন উপজেলার আজাহারিয়া দাখিল মাদ্রাসার জেডিসি পরীক্ষার্থী তামান্না আক্তার, ফারজানা আক্তার, সুমাইয়া আক্তার, সামসুনাহার, নাদিরা আক্তার, ফারজানা আক্তার, নাইম হোসেন।
×