ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বর্তমান সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন হবে ॥ খাদ্যমন্ত্রী

প্রকাশিত: ০৫:৩৭, ১০ নভেম্বর ২০১৭

বর্তমান সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন হবে ॥ খাদ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ বর্তমান সরকারের অধীনেই সাংবিধানিক নিয়ম অনুযায়ী সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকালীন সরকার পরিচালনা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ যাতে কেউ নষ্ট করতে না পারে সেদিকে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে, বললেন খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে ‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ : বিশ্ব ঐতিহ্য দলিল হিসেবে ইউনেস্কোর স্বীকৃতি’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এই বক্তব্য রাখেন। মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ সারাবিশ্বের নিপীড়িত মানুষের মুক্তির অনুপ্রেরণা। এই ভাষণের মাধ্যমে তিনি সমগ্র জাতিকে দিক-নির্দেশনা দিয়েছিলেন। দীর্ঘদিন আমাদের তরুণ প্রজন্মকে ভুল ইতিহাস শিখানো হয়েছিল। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ সকল পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে। তিনি আরও বলেন, ‘৭১-এর পরাজিত শক্তিরাই তাদের পরাজয়ের প্রতিশোধ নিতে ৭৫’ এ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিল। এরই ধারাবাহিকতায় ২১ আগস্ট গ্রেনেড হামলা চালানো হয়েছিল শেখ হাসিনাকে হত্যা করতে। তিনি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে গিয়ে সকলকে সজাগ থাকার আহ্বান জানান। বীর মুক্তিযোদ্ধা মনিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা মহাজোটের মহাসচিব নাজমুল হাসান পাখি, জাতীয় প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমানসহ আরও অনেকে।
×