ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টুকরো-খবর

প্রকাশিত: ০৫:৩৬, ১০ নভেম্বর ২০১৭

 টুকরো-খবর

জেএসসি পরীক্ষার্থী নিখোঁজ স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বাঘায় পরীক্ষার হল থেকে বেরিয়ে এক ছাত্রী নিখোঁজ হয়েছে। তবে জেএসসি পরীক্ষার্থী ওই ছাত্রীকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার বাবা। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে ছাত্রীর বাবা উপজেলার আড়ানী পৌরসভার কাউন্সিলর জিল্লুর রহমান থানায় অভিযোগ করেছেন। জিল্লুর রহমানের অভিযোগ, প্রতিদিনের মতো বুধবার সকালে বাঘা উপজেলার মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজ ভেনুতে তথ্য ও প্রযুক্তি বিষয়ে জেএসসি পরীক্ষা দিতে আসে তার মেয়ে। সে আড়ানী মনোমহনী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। পরীক্ষার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আওয়ামী লীগ নেতার কারাদন্ড নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ৯ নবেম্বর ॥ জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা চলাকালে জোরপূর্বক কেন্দ্রে প্রবেশের অপরাধে এক আওয়ামী লীগ এক নেতাকে ১০ দিনের করাদন্ড- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দন্ড-প্রাপ্ত ওই নেতার নাম রুহুল আলম বিশ্বাস। বৃহস্পতিবার সকালে মিরপুর উপজেলা পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে তাকে আটক করা হয়। রুহুল আলম বিশ্বাস উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। পুলিশ জানায়, পরীক্ষা শুরুর কিছুক্ষণ পর রুহুলের নেতৃত্বে কয়েকজন কেন্দ্রে ঢোকার চেষ্টা করেন। পুলিশ বাধা দিলে হট্টগোলের সৃষ্টি হয়। পরে পুলিশ তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালতের বিচারক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জামাল আহমেদ তাকে ১০ দিনের কারাদ- প্রদান করেন। রবিকে উদ্ধার দাবি স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ ঝিনাইদহের স্বেচ্ছাসেবী সংস্থা ‘রবির আলো’র চেয়ারম্যান রবিউল ইসলাম রবি গত ২৫ অক্টোবর থেকে নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারের জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছে তার পরিবার। বৃহস্পতিবার সকালে প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে রবিউল ইসলাম রবির স্ত্রী কোকিলা আক্তার রানু এই দাবি ও অভিযোগ করেন। লিখিত বক্তব্যে উল্লেখ বলা হয়, তার স্বামী রবিউল ইসলাম রবি গত ২৫ অক্টোবর বুধবার বিকেল ৫টার দিকে তাদের বাড়ি থেকে আইনশৃঙ্খলা বাহিনীর একটি শাখার সদস্য পরিচয়ে সাদা পোশাকে আব্দুর রাজ্জাক (৪২) ও কারিম নামে দুই ব্যক্তি একটি লাল মোটরসাইকেলে তুলে নিয়ে যান। এসময় তারা ‘রবির সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা জরুরী কথা বলবেন’ বলে জানান। কথা শেষ হলে তাকে আবার বাসায় ফিরিয়ে দেয়া হবে বলেও আশ্বাস দেয়া হয়। তুলে নিয়ে যাওয়ার সময় তার স্বামীর পরনে চেক গেঞ্জি এবং লুঙ্গি ছিল। সেই থেকে তার স্বামীর কোন খোঁজ মেলেনি। এ বিষয়ে ঝিনাইদহে সংবাদ সম্মেলন করতে চাইলেও তারা করতে পারেনি বলে অভিযোগ করেন। হত্যা মামলার দুই আসামি আটক নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ৯ নবেম্বর ॥ কালকিনিতে দেলোয়ার খলিফা নামের এক জেলে হত্যা মামলার দুই আসামি মুহিন সরদার ও রজমোহন সরদারকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে তাদেরকে উপজেলার বাশীগাড়ি এলাকা থেকে গেফতার করা হয়েছে। তারা দুইজন বাঁশগাড়ি এলালাকার কালাইরচর গ্রামের নহর আলী সরদারের ছেলে। উল্লেখ্য, গত ২৩-১০-১৭ সালে শরীয়তপুর জেলার পালং থানার জয়গর গ্রামের দলিলউদ্দিন খলিফার কৃষকপুত্র দেলোয়ার খলিফাকে হত্যার দায়ে কালকিনি থানায় একটি হত্যা মামলা হয়েছিল। ট্রাক থেকে অস্ত্র উদ্ধার স্টাফ রিপোর্টার, বেনাপোল ॥ ভারত থেকে আমদানি করা একটি পণ্যবাহী ট্রাক থেকে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে বন্দরের ট্রাক টার্মিনালে অভিযান চালিয়ে এসব উদ্ধার করেছে বিজিবি ও পুলিশ। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। ‘উদ্ধার করা অস্ত্র ও গুলি বেনাপোল পোর্ট থানায় জমা দেয়া হয়েছে।’ বিজিবি জানায়, পুলিশ, বিজিবি, কাস্টমস বন্দর ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার উপস্থিতে ডব্লিউবি-২৩-সি ০৩৭৩ নম্বরের ট্রাকটি থেকে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি পাওয়া যায়। পুলিশী অভিযানে আটক ৬৫ নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ৯ নবেম্বর ॥ পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ৬৫ জন গ্রেফতার হয়েছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। এদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজের অভিযোগে মামলা রয়েছে । অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, বিশেষ অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে। জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এরা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত, দাগী এবং বিভিন্ন মামলার আসামি। পানছড়িতে অবরোধ সংবাদদাতা, পানছড়ি (খাগড়াছড়ি), ৯ নবেম্বর ॥ খাগড়াছড়ি জেলার পানছড়িতে বুধবার দুর্বৃত্তদের হামলায় শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গুরুতর আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার অবরোধ পালিত হয়েছে। জেএসসি ও জেডিসি পরীক্ষার্থীদের জন্য যান চলাচল উন্মুুক্ত থাকলেও রাস্তাঘাট ছিল ফাঁকা ও সকাল থেকে বেলা ১টা পর্যন্ত সকল দোকানপাট ছিল বন্ধ। জানা যায়, বুধবার বিকেলে পানছড়ি বাজারের প্রধান সড়কে অবস্থানকালে উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন ও উপজেলা যুবলীগের শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক সফিকুল আলমের ওপর একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে হামলা চালায়। বর্তমানে হেলাল চট্টগ্রাম মেডিক্যাল এবং সফিকুল খাগড়াছড়ি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পরপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে উপজেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
×