ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জন্মসনদ জাল

নয় বছরের শিশুর সঙ্গে ২৫ বছরের যুবকের বিয়ে

প্রকাশিত: ০৫:৩৩, ১০ নভেম্বর ২০১৭

নয় বছরের শিশুর সঙ্গে ২৫ বছরের যুবকের বিয়ে

সংবাদদদাতা, ভূঞাপুর, টাঙ্গাইল, ৯ নবেম্বর ॥ ভুঞাপুরে নয় বছরের শিশুর সঙ্গে ২৫ বছরের যুবকের বিয়ে নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। শিশু বর্ণা উপজেলা গাবসারা ইউনিয়নের ছোট নলছিয়াপাড়া গ্রামের বাবুল শেখের মেয়ে এবং জুংগীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী। বর রফিকুল ইসলাম পার্শ্ববতী ইউনিয়নের গোবিন্দাসী গ্রামের শাহজাহান আলীর ছেলে। জানা যায়, বর্ণার বাবা বাবলু শেখ দীর্ঘদিন চট্টগ্রামে কাপড়ের ব্যবসা করেন। বেশিরভাগ সময় চট্টগ্রামে অবস্থান করার কারণে লম্পট রফিকুল, বাবলু শেখের স্ত্রী নুরবানুর সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তোলে। সে সুবাধে রফিকুল নুরবানুর বাড়ি প্রতিনিয়ত যাতায়াত করত। অবৈধ সম্পর্কের বিষয়টি জানাজানি হলে এ নিয়ে এলাকায় একাধিকবার গ্রাম্য সালিশ করে স্থানীয় চেয়ারম্যান। কিন্তু তাতেও কোন ফল আসেনি। অবৈধ সম্পর্ক রাখতে নুরবানু প্রেমিকের পরিবর্তে ধর্ম ছেলে দাবি করে রফিকুলকে। এদিকে বাবুল শেখ চট্টগ্রাম থাকাবস্থায় রফিকুল নানা প্রলোভন দেখিয়ে নুরবানু ও তার শিশুকন্যা বর্ণাকে নিয়ে যায় তার বাবার বাড়ি রংপুরে। সেখানে অসাধু উপায়ে গত ৮ জুন রংপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর গোলাম কবীর কাজলের স্বাক্ষরিত নাগরিকত্ব সনদ এবং জন্ম ও মৃত্যু নিবন্ধক অনিজা হাসানের স্বাক্ষরিত জন্মসনদ সংগ্রহ করে। পরের দিন বর্ণার মা, নানা, মামা এবং রফিকুল ও তার ৪ বন্ধু মিলে বর্ণাকে মার্কেট থেকে কাপড় কেনার কথা বলে রংপুর কোর্টে নিয়ে যায়। অবৈধ উপায়ে রংপুর জজকোর্টের এ্যাডভোকেট এ আর মাইদুল ইসলামের মাধ্যমে নোটারি পাবলিক করে বর্ণার বয়স ১৮ দেখিয়ে নুরবানুর কথিত প্রেমিক রফিকুলের সঙ্গে তার মেয়ে শিশু বর্ণার বিয়ে দেয়া হয়। বিষয়টি বাবুল শেখ জানতে পেরে এর বিচার চেয়ে বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে টাঙ্গাইল জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করেন। বর্ণার বাবা বাবলু শেখ জানান, আমাকে না জানিয়ে আমার শিশু মেয়ে বর্ণাকে রংপুর নিয়ে গিয়ে রফিকুল চক্রান্ত করে বিয়ে করেছে। আমি অবৈধ ও বেআইনী বিয়ে বাতিল করে জড়িতদেও বিরুদ্ধে ন্যায়বিচার চাই এবং আমার মেয়ের নিরাপত্তা চাই। গাবসারা ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান মনির জানান, বাবলু শেখের স্ত্রী নুরবানুর সঙ্গে পার্শ্ববর্তী গোবিন্দাসী গ্রামের শাহজাহান আলীর ছেলের সঙ্গে অবৈধ সম্পর্কের বিষয়টি জানাজানি হলে এলাকায় একাধিকবার বৈঠক করেছি। এরপর নুরবানু তার শিশু মেয়ে বর্ণাকে তার কথিত প্রেমিকের সঙ্গে বিয়ে দিয়েছে। ঘটনাটি সম্প্রতি জানতে পেরে আইনের আশ্রয় নেয়ার জন্য বাবলু শেখকে পরামর্শ দিয়েছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ জানান, আমি শিশু বর্ণাকে দেখেছি এবং তার ডাক্তারী পরীক্ষা করানোর ব্যবস্থা নেয়া হয়েছে। তদন্ত করে এর সঙ্গে জড়িতের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
×