ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশকে ইতি বললেন হাতুরাসিংহে

প্রকাশিত: ০৫:৩২, ১০ নভেম্বর ২০১৭

বাংলাদেশকে ইতি বললেন হাতুরাসিংহে

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের পদ থেকে পদত্যাগ করেছেন শ্রীলঙ্কার চন্দ্রিকা হাতুরাসিংহে। বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে সম্পর্ক শেষ করে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচও হচ্ছেন হাতুরাসিংহে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী সুজন বরাবর পদত্যাগপত্র জমা দেন হাতুরাসিংহে। এমনটিই বিভিন্ন সূত্রে জানা গেছে। যদিও বিষয়টি নিয়ে বিসিবির কোন কর্মকর্তাই কিছু বলতে রাজি হননি। কিন্তু বৃহস্পতিবারই বিষয়টি ক্রিকেটপাড়ায় নাড়া দেয়। যখন ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফো হাতুরাসিংহের পদত্যাগ নিয়ে একটি রিপোর্ট করে। এরপরই হাতুরাসিংহের পদত্যাগের বিষয়টি ক্রিকেটাঙ্গনে আলোচনার খোরাক হয়ে ওঠে। শেষ পর্যন্ত জানা যায়, হাতুরাসিংহে নিশ্চিতই পদত্যাগপত্র বিসিবিতে জমা দিয়েছেন। সেই সঙ্গে তিনি নাকি শ্রীলঙ্কা ক্রিকেট দলের কোচ হওয়ার জন্যও প্রস্তুত। ২০১৮ সালের শুরু থেকেই হাতুরাসিংহেকে শ্রীলঙ্কা দলের প্রধান কোচের দায়িত্বে দেখা যাবে। শ্রীলঙ্কার বিপক্ষে দেশের মাটিতে বাংলাদেশ একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলবে। জানুয়ারিতে সিরিজটি শুরু হবে। এই সিরিজ দিয়েই হয়তো হাতুরাসিংহেকে শ্রীলঙ্কা ক্রিকেটের সঙ্গে দেখা যাবে। তবে হাতুরাসিংহের সঙ্গে এখনও আলোচনা করতে চায় বিসিবি। সেই চেষ্টা করাও হচ্ছে। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ শেষে হাতুরাসিংহের সঙ্গে কোন যোগাযোগই করতে পারছে না বিসিবি। ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, শ্রীলঙ্কা দলের দায়িত্ব নিতে পারেন হাতুরাসিংহে। অস্ট্রেলিয়ায় স্থায়ী হওয়া শ্রীলঙ্কান এই কোচের সঙ্গে আলোচনা চলছে শ্রীলঙ্কা ক্রিকেটের। হাতুরাসিংহের ঘনিষ্ঠ বন্ধু, বাংলাদেশের সাবেক ব্যাটিং কোচ থিলানা সামারাবিরাকে ক’দিন আগে ব্যাটিং কোচ নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা চাচ্ছে নিজ দেশের নামী দামী কোচরা শ্রীলঙ্কা ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকুক। তাই বিসিবি যে বেতন দেয় হাতুরাসিংহেকে, যে সুবিধা দেয়; সব দিয়েই হাতুরাসিংহেকে চায় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। তাতে এর আগে সফল না হলেও এবার এসএলসি হাতুরাসিংহেকে কোচ বানাতে সফল হয়ে যেতে পারে। গত জুনে শ্রীলঙ্কার প্রধান কোচ গ্রাহাম ফোর্ড পদত্যাগ করার পর থেকেই নতুন কোচের সন্ধানে আছে এসএলসি। কিন্তু কাউকে মিলছে না। হাতুরাসিংহে ২০১৪ সালে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যোগ হন। এরপর থেকে বাংলাদেশ দলের সাফল্য মিলছে। দুই বছরের চুক্তিতে শুরুতে দায়িত্ব নেন। এরপর ২০১৯ সালের বিশ্বকাপ পর্যন্ত হাতুরাসিংহের সঙ্গে চুক্তি করা হয়। কিন্তু সেই পর্যন্ত হয়তো হাতুরাসিংহেকে মিলছে না। তিন বছরের বেশি সময় ধরে হাতুরাসিংহে বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন। ২০১৫ সালের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ওঠে দল। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে ওঠে। সেই সঙ্গে দেশের মাটিতে পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকাকে সিরিজে হারায়। সিরিজে হারিয়ে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে যায়। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সরাসরি খেলা নিশ্চিতের সঙ্গে ২০১৯ সালের বিশ্বকাপেও সরাসরি খেলা নিশ্চিত করে বাংলাদেশ। টেস্টে আবার প্রথমবারের মতো ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে হারায়। শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকেও হারায় বাংলাদেশ। তবে সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট, ওয়ানডে ও টি২০ সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। আর তাতেই যেন সব ওলট-পালট হতে চলেছে। গত বছরও একবার পদত্যাগপত্র জমা দিয়েছিলেন হাতুরাসিংহে। কিন্তু হাতুরাসিংহেকে বোঝানো গেছে। পরে বিসিবি পদত্যাগপত্র গ্রহণ করেনি। কিন্তু এবার কী বুঝানো যাবে? সেই প্রশ্নই সবার মুখে মুখে। হাতুরাসিংহে কী পদত্যাগ থেকে এবারও সরে আসবেন? শ্রীলঙ্কার ২৬ টেস্ট ও ৩৫ ওয়ানডে খেলার অভিজ্ঞতা থাকা এই লঙ্কান মুশফিকদের কোচ হতে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লীগ ক্লাব সিডনি থান্ডার্সের প্রধান কোচের দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন। ২০০৯ সালে ট্রেভর বেলিসের অধীনে জাতীয় দলের সহকারী কোচের পদটিতে ভূমিকা রেখেছিলেন তিনি। তবে পরের বছরই শৃঙ্খলা ভাঙ্গার অভিযোগে বহিষ্কৃত হন তিনি। এরপর অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়ে কানাডার কোচিং উপদেষ্টা হিসেবে কাজ শুরু করেন। পরে নিউ সাউথ ওয়েলসের সহকারী কোচ হিসেবে দু’বছরের চুক্তিতে যোগ দেন। তবে ২০১২-১৩ মৌসুমের মাঝামাঝিতে সিনিয়র কোচ এ্যান্থনি স্টুয়ার্ট বরখাস্ত হলে বাকি মৌসুমের জন্য থান্ডার্সের ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পালন করেছিলেন এই লঙ্কান। সব স্থানেই সাফল্য পেয়েছেন। বাংলাদেশকে তো সাফল্যে ভাসিয়েছেন। সেই বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচের পদ থেকেই সরে যাওয়ার জন্য পদত্যাগপত্র জমা দিয়েছেন হাতুরাসিংহে।
×